বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে ১৪ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে ১৪ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে ১৪ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবান জেলা সদরের রেইচা আর্মি চেকপোস্টে সেনাবাহিনীর অভিযানে প্রায় ১৪ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। রবিবার (১১ মে) সকালে পূরবী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সেনাসদস্যরা ভারতীয় ‘মন্ড’ ব্র্যান্ডের সিগারেটভর্তি ১৭টি কার্টন জব্দ করেন।

তল্লাশির সময় সিগারেট পাচারের সঙ্গে জড়িত সন্দেহে সেলিম নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জব্দকৃত সিগারেটগুলোর উৎস ভারত, মিয়ানমার অথবা থাইল্যান্ড—এমনটাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে ১৪ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

আটক সেলিমকে জিজ্ঞাসাবাদের জন্য আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সংস্থার কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

সেনাবাহিনীর এ ধরনের তৎপরতায় সীমান্তপথে চলমান অবৈধ সিগারেট ও মাদক চোরাচালান রোধে তাৎপর্যপূর্ণ অগ্রগতি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।