মিথ্যাচার ছেড়ে মিয়ানমার সরকারের উচিত রোহিঙ্গা শরণার্থীদের ঘরে ফেরানোর বিষয়টিকে গুরুত্ব দেয়া- জাতিসংঘ মহাসচিব - Southeast Asia Journal

মিথ্যাচার ছেড়ে মিয়ানমার সরকারের উচিত রোহিঙ্গা শরণার্থীদের ঘরে ফেরানোর বিষয়টিকে গুরুত্ব দেয়া- জাতিসংঘ মহাসচিব

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সম্প্রতি ঢাকায় মায়ানমার দূতাবাস কর্তৃক ঘোষিত প্রায় ৪০০ রোহিঙ্গার স্বেচ্ছায় নিজ দেশে ফেরত যাবার ঘটনাকে মিথ্যাচার দাবি করে বাংলাদেশ সরকারের তীব্র প্রতিক্রিয়ার পর বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ১লা নভেম্বর শুক্রবার তিনি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায় বলেন, ঢাকায় মায়ানমার দূতাবাস থেকে বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে, প্রায় ৪০০ রোহিঙ্গা শরণার্থী স্বেচ্ছায় রাখাইন প্রদেশে ফিরে গেছেন। কিন্তু তার প্রমাণ কোথায়? বিদেশি সাংবাদিকদের নিয়ে গিয়ে দেখাতে পারবে তারা? কিংবা জাতিসংঘের প্রতিনিধিকে? মিথ্যাচার ছেড়ে মিয়ানমার সরকারের উচিত রোহিঙ্গা শরণার্থীদের ঘরে ফেরানোর বিষয়টিকে গুরুত্ব দেয়া।

এছাড়া পরদিন ২রা নভেম্বকর তিনি নিউইয়র্কে এক বক্তৃতায় মানবিক মর্যাদা সমুন্নত রেখে রোহিঙ্গা শরণার্থীদেরকে তাদের নিজ দেশে ফিরে যাওয়ার ব্যবস্থা করতে মিয়ানমারকে আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, রোহিঙ্গা মুসলমানরা বর্তমানে বিশ্বের সবচেয়ে নাজুক জনগোষ্ঠীতে পরিণত হয়েছে। তিনি সম্মান, মর্যাদা ও নিরাপত্তা বজায় রেখে রোহিঙ্গাদেরকে তাদের নিজ বাসভূমিতে ফিরে যাওয়ার সুযোগ করে দেয়ার জন্য মিয়ানমার সরকারের প্রতি আহবান জানান।

এদিকে ঢাকায় মায়ানমার দূতাবাস থেকে গত ৩১ নভেম্বর বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে, প্রায় ৪০০ রোহিঙ্গা শরণার্থী স্বেচ্ছায় রাখাইন প্রদেশে ফিরে গিয়েছেন এবং মিয়ানমার সরকার তাদের স্বাগত জানিয়েছে। অবশ্য দুদিন পরই বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এক অনুষ্ঠানে মিয়ানমার দূতাবাসের এ বক্তব্যকে মিথ্যাচার দাবি করে রোহিঙ্গাদের স্বেচ্ছায় ফেরত যাবার বিষয়টি প্রমান করতে মিয়ানমারকে চ্যালেঞ্জ করেন।

প্রসঙ্গত, ২০১৭ সালের ২৫শে আগষ্ট নিজ দেশের সেনাবাহিনীর হাতে নির্যাতিত হয়ে সীমান্ত অতিক্রম করে প্রায় সাড়ে ৭ লাখ রোহিঙ্গা বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশ করতে চাইলে সেসময় বাংলাদেশ সরকার তাদের বাংলাদেশে প্রবেশের অনুমতি প্রদান করে। এরপর থেকে দফায় দফায় আলোচনার পর দুই দফায় রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগ গ্রহণ করে সরকার। একটি সূত্র মতে সেময় কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে কর্মরত বেশ কয়েকটি এনজিও সংস্থার প্ররোচনায় নিজ দেশে ফেরত যাওয়া থেকে বিরত থাকে রোহিঙ্গারা। এতে করে দুই দফাতেই ভেস্তে যায় রোহিঙ্গা প্রত্যাবাসন।