মৌলভীবাজারে আরও ১৪ জনকে পুশইন করলো বিএসএফ

মৌলভীবাজারে আরও ১৪ জনকে পুশইন করলো বিএসএফ

মৌলভীবাজারে আরও ১৪ জনকে পুশইন করলো বিএসএফ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরাইছড়া সীমান্ত দিয়ে আরও ১৪ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

পুশইন করা ১৪ জনকে আটক করেছে বিজিবি। এরমধ্যে ৪ জন পুরুষ, নারী ৬ জন ও শিশু চারজন।

তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে পরিচয় নিশ্চিত হয়ে কুলাউড়া থানায় হস্তান্তর করা হবে বলে জানান শ্রীমঙ্গল ৪৬ বিজিবি অধিনায়ক লে.কর্নেল এ এস এম জাকারিয়া।

এর আগে বুধবার (১৪ মে) ভোরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা সীমান্ত লাতু ও পাল্লারতল দিয়ে বিএএসএফ ৪৪ নারী-পুরুষকে পুশইন করে। এছাড়া আরও ৫৮ জনকে পুশইন করা হয়েছিল।

গত কয়েকদিন থেকেই মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে লোকজনকে পুশইন করে আসছে বিএসএফ। এরমধ্যে পাল্লাতল ও লাতু সীমান্তে ৮৮ জনকে আটক করেছিল বিজিবি। তাদের পরিচয় নিশ্চিত হয়ে পুলিশে সোপর্দ করে বিজিবি। এদের প্রায় সবার বাড়ি কুড়িগ্রাম ও যশোরে।

৪৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম জাকারিয়া জানান, আটকদের পরিচয় শনাক্তের পর পুলিশের কাছে সোপর্দ করা হবে। এ পর্যন্ত জেলায় আটকের সংখ্যা দাঁড়ালো ১১৭ জনে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।