ভারতের ছত্তিশগড় এবং তেলেঙ্গানা সীমান্তে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৩১ মাওবাদী নিহত

“এখান থেকে শেয়ার করতে পারেন”
নিউজ ডেস্ক
ভারতে ‘এখন পর্যন্ত সবচেয়ে বড়’ অভিযান চালিয়ে ৩১ সন্দেহভাজন মাওবাদীকে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার (১৫ মে) প্রতিবেদনে এ খবর জানিয়েছেন মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
বুধবার (১৪ মে) ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ‘মধ্য ভারতের ছত্তিশগড় এবং তেলেঙ্গানা রাজ্যের সীমান্তে বিদ্রোহীদের ধরতে নিরাপত্তা বাহিনী ২১ দিন ধরে চেষ্টা চালিয়েছে।’
এই অভিযানকে ‘ঐতিহাসিক সাফল্য’ হিসাবে বর্ণনা করে শাহ বলেন, ‘নিরাপত্তা বাহিনী বিদ্রোহীদের বিরুদ্ধে এখন পর্যন্ত সবচেয়ে বড় অভিযান পরিচালনা করেছে। মাওবাদীদের শক্ত ঘাঁটি হিসেবে বিবেচিত কারেগুত্তালু পাহাড়ে তাদের ৩১ জনকে হত্যা করেছে।’
অমিত শাহ সামাজিকমাধ্যম এক্সে বলেন, ‘আমাদের নিরাপত্তা বাহিনী মাত্র ২১ দিনের মধ্যে এই বৃহত্তম নকশাল-বিরোধী অভিযান সম্পন্ন করেছে এবং আমি অত্যন্ত খুশি যে এই অভিযানে নিরাপত্তা বাহিনীর একজনও হতাহত হননি।
এদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এই অভিযানে এখন পর্যন্ত মোট ২১৪টি নকশাল আস্তানা এবং বাঙ্কার ধ্বংস করা হয়েছে।’
তল্লাশির সময় শত শত বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স-এ একটি পোস্টে এই অভিযানের প্রশংসা করেছেন।
এই অভিযানে অংশ নিয়েছেন নিরাপত্তা বাহিনীর অন্তত ২৬ হাজার সদস্য।
ব্ল্যাক ফরেস্ট নামে অভিযানটি শেষ হয়েছে ১১ মে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।