অরুণাচলের বিভিন্ন স্থানের নামকরণকে ‘সার্বভৌম সিদ্ধান্ত’ বললো চীন

অরুণাচলের বিভিন্ন স্থানের নামকরণকে ‘সার্বভৌম সিদ্ধান্ত’ বললো চীন

অরুণাচলের বিভিন্ন স্থানের নামকরণকে ‘সার্বভৌম সিদ্ধান্ত’ বললো চীন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

অরুণাচলের (চীনে জাংনান নামে পরিচিত) বিভিন্ন স্থানের নতুন নামকরণকে নিজেদের ‘সার্বভৌম সিদ্ধান্ত’ হিসেবে ঘোষণা করেছে চীন সরকার।

বৃহস্পতিবার (১৫ মে) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পাকিস্তানের জাতীয় রেডিও সম্প্রচারক রেডিও পাকিস্তান।

প্রতিবেদন মতে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, ইতিহাস, ভূগোল এবং প্রশাসনের দিক থেকে জাংনান চীনের একটি অংশ।
 
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘এই স্থানগুলোর নামকরণ চীনা নামে করা আমাদের অভ্যন্তরীণ বিষয়।’ 
 
প্রতিবেদনে আরও বলা হয়, ভারত জাংনানকে অরুণাচল প্রদেশ নামে তার ভূখণ্ডের অংশ বলে মনে করে। আর এটিকে দক্ষিণ তিব্বতের অংশ মনে করে চীন।
 
প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, ভারতীয় আগ্রাসনের প্রতি পাকিস্তানের তীব্র প্রতিক্রিয়ার পর, জাংনান নিয়ে চীনের দৃঢ় অবস্থানকে ভারত সরকারের জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
 
তারা বলছেন, ভারত সরকার এই অঞ্চলের প্রতিটি দেশের সাথে সংঘাত তৈরি করে প্রমাণ করেছে যে তারা ‘আঞ্চলিক শান্তির শত্রু’।
  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।