দশ বছর পর ফিরছে বাঘাইহাট বাজারের প্রান
 
                 
নিউজ ডেস্ক
২০১০ সালে প্রসীত পন্থি ইউপিডিএফের ডাকে বন্ধ হয়ে যাওয়া রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের সর্ববৃহৎ বাঘাইহাট বাজার দীর্ঘ দশ বছর পর আবারো প্রান ফিরে পেতে চলেছে। ফলে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। দীর্ঘসময় ধরে বাজারটি বন্ধ থাকায় সাজেক ইউনিয়নের স্থানীয়রা চরম অর্থনৈতিক সংকটে পড়ে। ফলশ্রুতিতে সাজেক ইউনিয়নের জনপ্রতিনিধি, বাঘাইহাট বাজার পরিচালনা কমিটিসহ স্থানীয় হেডম্যান কারবারীগণ নিজ উদ্যোগে এক আলোচনা সভায় মিলিত হয়ে আবার বাজারটি পুনরায় চালু রাখার উদ্যোগ গ্রহন করে। ১২ নভেম্বর মঙ্গলবার সকাল থেকে সাজেক থানা আওয়ামীলীগ কার্যালয়ে চলা প্রায় অর্ধদিবস ব্যাপী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাঘাইহাট বাজার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক মোঃ জুয়েলের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নেলসন চাকমা (নয়ন)। বাঘাইহাট বাজার পরিচালনা কমিটির সভাপতি ডাঃ মোঃ নাজিম উদ্দিনের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে বঙ্গলতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জ্ঞানো জোতি চাকমা, রুপকারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শ্যামল চাকমাসহ বিভিন্ন ইউনিয়নের হেডম্যান-কারবারীগণ উপস্থিত ছিলেন। সভায় প্রতি রবিবার নিয়মিত আগের মতো হাট বসার সিদ্ধান্ত গৃহীত হলে সভা শেষে জনপ্রতিনিধি ও বাঘাইহাট বাজার ব্যাবসায়ীগন একটি আনন্দ মিছিল বের করে। মিছিলটি বাঘাইহাট বাজার প্রদক্ষিন করে আওমায়ীলীগ কার্যালয়ে এসে শেষ হয়।
প্রসঙ্গত, ২০১০ সালে বাঘাইছড়ির গংগারামমুখ এলাকায় অনাকাঙ্খিত এক পাহাড়ি-বাঙালি সংঘর্ষের ঘটনার পর বাঘাইহাট বাজার বয়কট করার ঘোষণা দেয় প্রসীত পন্থি ইউপিডিএফ। তখন থেকে স্থবির হয়ে পড়ে বাঘাইহাট বাজারটি। আর তার খেসারত দিতে হয়েছিল সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের। বাঘাইহাট বাজারটির বয়কট বাতিল করার জন্য স্থানীয় প্রশাসন ও পাহাড়ি সংগঠগুলোর নেতাদের সঙ্গে বারবার বৈঠক করলেও তখন কোনো লাভ হয়নি বলে জানা গেছে। তখন আঞ্চলিক সংগঠনের চাপে স্থানীয় পাহাড়ি চাষিরা বাজারে আসা ছেড়ে দিয়েছিল।
