প্রতিষ্ঠার ২য় বছরে ইউপিডিএফ (গণতান্ত্রিক), শান্তিচুক্তি বাস্তবায়ন ও ইউপিডিএফ-জেএসএস নিষিদ্ধের দাবি
 
                 
নিউজ ডেস্ক
প্রতিষ্ঠার ২য় বর্ষপূর্তিতে ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর সম্পাদিত শান্তিচুক্তির পূর্নাঙ্গ বাস্তবায়ন ও পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ-জেএসএস নিষিদ্ধের দাবি জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট- ইউপিডিএফ (গণতান্ত্রিক)। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত তপন জ্যোতি বর্মাকে শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালনসহ সমাবেশের মধ্য দিয়ে ১৫ নভেম্বর শুক্রবার সংগঠনটির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে খাগড়াছড়ি সদর, দীঘিনালা, মহালছড়ি, লক্ষ্মীছড়ি, মাটিরাঙ্গা, পানছড়ি, রাঙ্গামাটির লংগদুসহ পাহাড়ের বিভিন্ন স্থানে আয়োজিত অনুষ্ঠানে এসব দাবি জানান সংগঠনটির নেতৃবৃন্দ।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে খাগড়াছড়ি জেলা সদরের মিলনপুর রেগা ক্লাবে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা চেয়ারম্যান ও জেএসএস (এমএন লারমা)’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিমল কান্তি চাকমা। এসময় ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র সভাপতি শ্যামল কান্তি চাকমার সভাপতিত্বে জেএসএস (এমএন লারমা)’র খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক সিন্দু কুমার চাকমাসহ সংগঠনটির বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এছাড়া মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি এলাকার সমন্বয়ক স্কয়ার চাকমার সভাপতিত্বে তালুকদার পাড়ায় জাতীয় পতাকা, দলীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। শেষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমন্বয়ক সুলেন চাকমা। এসময় হেডম্যান-কার্বারী ও গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এরপর লংগদুর তিনটিলায় উপজেলা সমন্বয়কারী নিকসন চাকমার নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় লংগদু ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কুলিন মিত্র আদু চাকমাসহ আঠারকছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মঙ্গল কান্তি চাকমা, মহিলা ওয়ার্ড ইউপি সদস্যা চম্পা চাকমা, প্রেমলাল কারবারী, ইউপিডিএফ (গনতান্ত্রিক)র সমন্বয় সহকারী ইতু চাকমা প্রমুখ। এছাড়া দীঘিনালা উপজেলা শাখার সংগঠক প্রনয় চাকমা ওরফে প্রদীপ চাকমার নেতৃত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লক্ষ্মীছড়িতে সংগঠনটির উপজেলা সভাপতি গতি চাকমার সভাপতিত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া মহালছড়ি, পানছড়ি ও মাটিরাঙ্গাসহ বিভিন্ন স্থানেও নানা আয়োজনে সংগঠনটির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বক্তারা বলেন, প্রসীত বিকাশ খীসা জুম্মজাতিকে মিথ্যা স্বপ্নে দেখিয়ে শান্তিচুক্তি বাস্তবায়নে বাঁধাগ্রস্থ করছে। গণতান্ত্রিক ঐক্য, অস্ত্রের চেয়েও শক্তিশালী উল্লেখ করে বক্তারা উন্নয়ন ও জুম্মজাতির অধিকার আদায়ে শামিল হওয়ার আহ্বান জানান। এ সময় বক্তারা সংঘাত, খুনোখুনি বন্ধ করে পার্বত্য চুক্তি বাস্তবায়নে ঐক্যবদ্ধ আন্দোলনের পথে সকলকে এক হওয়ার আহবান জানান। সে সাথে শান্তি চুক্তির পূর্নাঙ্গ বাস্তবায়নে সরকারকে সর্বাত্নক সহযোগীতারও আশ্বাস দেন।
প্রসঙ্গত, ১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম চুক্তির বিরোধীতা করে পূর্ণ স্বায়ত্বশাসনের দাবীতে ১৯৯৮ সালে ২৬ ডিসেম্বর ইউপিডিএফ সংগঠনটির প্রতিষ্ঠা হয়। সংগঠনে র্দীঘদিন একসাথে থাকলেও অভ্যন্তরীন বিভিন্ন মত পার্থক্যের কারণে একটি পক্ষ বিভক্ত হয়। প্রসীত বিকাশ খীসার একনায়কতান্ত্রিক মনোভাব, স্বজনপ্রীতি, আর্থিক লোভসহ আদর্শিক দ্বন্ধের কারণে ২০১৭ সালের ১৫ নভেম্বর ইউপিডিএফ থেকে বেরিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক) এর আত্নপ্রকাশ করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি তপন জ্যোতি বর্মাসহ অন্যান্য নেতারা।
