রাজস্থলীতে সেনাবাহিনীর অভিযানে ২৫শ প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ

নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলায় ভারত থেকে অবৈধভাবে আনিত শুল্ক ফাঁকিকৃত ২৫০০ প্যাকেট বিদেশি সিগারেট জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
রবিবার (২৪ মে) সকালে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর কাপ্তাই জোনের আওতাধীন রাজস্থলী সাব জোন এই অভিযান পরিচালনা করে। রাজস্থলী ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় একটি মাহিন্দ্রা গাড়ি তল্লাশি চালিয়ে ‘ওরিস’ ব্র্যান্ডের ২৫০০ প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় ৩ লাখ ৭৫ হাজার টাকা।
সেনাবাহিনীর সূত্র জানায়, চোরাকারবারীরা ওই মাহিন্দ্রা গাড়িতে করে ভারতীয় সিগারেট পাচারের চেষ্টা করছিল। তবে সেনাবাহিনীর তৎপরতায় তা আটকে দেওয়া হয়। জব্দকৃত সিগারেট সরকারি নিয়ম অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে রাজস্থলী সাব জোন অধিনায়ক বলেন, “শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে কোনো পণ্য প্রবেশ করতে দেওয়া হবে না। সীমান্ত এলাকায় নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে সেনাবাহিনীর আভিযানিক কার্যক্রম সর্বদা সক্রিয় রয়েছে।”
তিনি আরও জানান, চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে এবং যেকোনো অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।