কুমিল্লার রামঘাটলায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ একজন গ্রেফতার

নিউজ ডেস্ক
সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এক সফল অভিযানে কুমিল্লা জেলার রামঘাটলা এলাকা থেকে অবৈধ অস্ত্র ও গুলিসহ একজন ব্যক্তিকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
সোমবার সকাল আনুমানিক ৭টায় বাংলাদেশ সেনাবাহিনীর কুমিল্লা সদর সেনা ক্যাম্প থেকে পরিচালিত অভিযানে রামঘাটলা এলাকার একটি বাড়িতে তল্লাশি চালিয়ে ১টি পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে একজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়।
স্থানীয় জনসাধারণ সেনাবাহিনীর এই কার্যকর উদ্যোগকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেছেন এবং এলাকায় নিরাপত্তা জোরদারে এই ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, তারা জননিরাপত্তা রক্ষা ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে বদ্ধপরিকর। অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পাশাপাশি সাধারণ জনগণকে যেকোনো ধরনের সন্দেহজনক ও অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে নিকটস্থ সেনা ক্যাম্প বা আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য প্রদানের আহ্বান জানানো হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।