ঝিনাইদহ সীমান্তে বিএসএফের ছররা গুলিতে আহত বাংলাদেশির মৃত্যু

ঝিনাইদহ সীমান্তে বিএসএফের ছররা গুলিতে আহত বাংলাদেশির মৃত্যু

ঝিনাইদহ সীমান্তে বিএসএফের ছররা গুলিতে আহত বাংলাদেশির মৃত্যু
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ঝিনাইদহে দীর্ঘ ১৩ দিন চিকিৎসাধীন থাকার পর আহত এক বাংলাদেশি শুক্রবার (৩০ মে) ভোরে মারা গেছেন। স্থানীয়দের দাবি, মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে তিনি আহত হয়েছিলেন।

নিহত ব্যক্তির নাম নাসির উদ্দীন (৪৬)। তিনি মহেশপুর উপজেলার শ্যামকুড় পশ্চিমপাড়ার লুৎফর রহমান ওরফে লতাফুলের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম জানান, গত ১৭ মে মহেশপুর সীমান্তের শ্যামকুড় এলাকার ‘চেয়ারম্যান ঘাট’ সংলগ্ন সীমান্তে ভারতীয় পাখিউড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা নাসির উদ্দীনকে গুলি করে। পেট ও বুকে ছররা গুলিবিদ্ধ অবস্থায় তিনি গোপনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

সীমান্ত এলাকার একাধিক সূত্র জানায়, ১৭ মে নাসির উদ্দীন ছাড়াও একই উপজেলার পদ্মপুকুর গ্রামের বর্ডার রিপন ও অনন্তপুর গ্রামের সোহাগ সীমান্তে গেলে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে প্লাস্টিক বল অ্যামিনেশন (ছররা গুলি) ছোঁড়ে। এতে তিনজনই আহত হন। আহতরা বিষয়টি গোপন রেখে চিকিৎসা নেন। অন্য দু’জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও নাসির মারা যান।

নিহতের চাচা ও শ্যামকুড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহানুর বলেন, ‘নাসির মারা গেছেন এটা সত্য। তবে কীভাবে মারা গেছেন তা জানি না।’ তিনি জানান, শুক্রবার জুমার নামাজের পর দাফন সম্পন্ন হবে।

স্থানীয় গ্রাম পুলিশ ফেরদৌস খান বলেন, নাসিরের মৃত্যুর খবর পেয়ে তিনি বাড়িতে যান। তবে পরিবারের কেউ বিএসএফের গুলিতে মৃত্যুর কথা স্বীকার করেননি। যদিও প্রতিবেশীদের অনেকেই বলছেন, তিনি বিএসএফের গুলিতে মারা গেছেন।

মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার জানান, ঘটনাটি গণমাধ্যমের মাধ্যমে জেনেছেন এবং খোঁজ নিয়ে দেখবেন।

৫৮ বিজিবি মহেশপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, ‘বিএসএফ গুলি করেছে—এমন অভিযোগ পরিবার থেকে কেউ দেয়নি। তবে খবর পেয়ে ঘটনাস্থলে বিজিবি পাঠানো হয়েছিল।’

উল্লেখ্য, এর আগে ১১ এপ্রিল বাঘাডাঙ্গা গ্রামের রমজান আলীর ছেলে ওয়াসিম এবং ২৭ এপ্রিল গোপালপুর গ্রামের হানিফ আলীর ছেলে ওবাইদুর রহমান বিএসএফের গুলিতে নিহত হন। দেড় মাস পার হলেও ওই দুই বাংলাদেশির মরদেহ এখনও ফেরত দেয়নি বিএসএফ। বিজিবি সূত্র জানায়, বিএসএফ মরদেহ ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করায় ফেরত পেতে জটিলতা সৃষ্টি হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।