রোহিঙ্গা ক্যাম্পের পাশে পুকুর থেকে হ্যান্ডগ্রেনেড, তাজা গোলা উদ্ধার

রোহিঙ্গা ক্যাম্পের পাশে পুকুর থেকে হ্যান্ডগ্রেনেড, তাজা গোলা উদ্ধার

রোহিঙ্গা ক্যাম্পের পাশে পুকুর থেকে হ্যান্ডগ্রেনেড, তাজা গোলা উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের টেকনাফের দমদমিয়াস্থ রোহিঙ্গা ক্যাম্পের পাশে একটি পুকুরে তল্লাশি চালিয়ে হ্যান্ডগ্রেনেড, তাজা গোলা ও দেশীয় মদ উদ্ধার করেছে কোস্টগার্ড ও পুলিশ সদস্যরা। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার (৩১ মে) ভোরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকায় ন্যাচার পার্কস্থলে একটি পুকুর থেকে হ্যান্ডগ্রেনেড, তাজা গোলা ও দেশীয় মদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।

মিডিয়া কর্মকর্তা বলেন, ‘গোপন সংবাদের খবরে শনিবার ভোরে কোস্টগার্ড স্টেশন টেকনাফের একটি দলসহ থানা পুলিশের সদস্যরা দমদমিয়ার ন্যাচার পার্ক এলাকায় একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি পুকুরে ঘণ্টাব্যাপী তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় ডুবন্ত অবস্থায় একটি বস্তা শনাক্ত করা হয়। পরে ওই বস্তাটি উদ্ধার করা হয়। তল্লাশি চালিয়ে বস্তা থেকে ১০টি হ্যান্ডগ্রেনেড, ১০টি হ্যান্ডগ্রেনেডের ডেটোনেটর, পুকুরপাড়ে বিক্ষিপ্ত অবস্থায় পরে থাকা ২৭ রাউন্ড রাইফেলের গোলা ও ২ রাউন্ড পিস্তলের গোলা এবং ২ লিটার দেশীয় বাংলা মদ জব্দ করা হয়। অভিযান চলাকালীন যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে বিস্ফোরক পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।’

হারুন-অর-রশীদ আরও বলেন, ‘জব্দকৃত হ্যান্ডগ্রেনেড, ডেটোনেটর, তাজা গোলা ও মাদকদ্রব্যের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদীতীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সকল ধরনের পাচার রোধ অনেকাংশে উন্নত হয়েছে। অবৈধ বিস্ফোরক ও মাদকদ্রব্য পাচার রোধকল্পে কোস্টগার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।