বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ২ লাখ টাকার ভারতীয় সিগারেট জব্দ
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সীমান্তবর্তী উগলছড়ি গ্রামে ২৭ বিজিবির মারিশ্যা জোনের একটি দল অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১০০ কার্টুন ভারতীয় অবৈধ সিগারেট জব্দ করেছে।
মঙ্গলবার রাতের এ অভিযানে বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে নিউ ল্যাইলা ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠসংলগ্ন একটি জঙ্গলে তল্লাশি চালায়। সেখান থেকে ১০০ কার্টুন ভারতীয় সিগারেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন মারিশ্যা জোনের সহকারী পরিচালক (এডি) আজিমুল হক। তিনি জানান, জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জাহিদুল ইসলাম জাহিদ এর নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।