সেনাবাহিনীর দেশব্যাপী যৌথ অভিযান: এক সপ্তাহে গ্রেফতার ৩৮৪ অপরাধী

সেনাবাহিনীর দেশব্যাপী যৌথ অভিযান: এক সপ্তাহে গ্রেফতার ৩৮৪ অপরাধী

সেনাবাহিনীর দেশব্যাপী যৌথ অভিযান: এক সপ্তাহে গ্রেফতার ৩৮৪ অপরাধী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

দেশের বিভিন্ন এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে পরিচালিত ধারাবাহিক যৌথ অভিযানে গত এক সপ্তাহে (২৯ মে থেকে ৫ জুন) গ্রেফতার হয়েছে মোট ৩৮৪ জন চিহ্নিত অপরাধী।

সেনাবাহিনী সূত্র জানায়, চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা ও শিল্পাঞ্চলে পেশাদারিত্বের সাথে অভিযানে অংশ নেয় সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীনস্থ ইউনিটসমূহ।

অভিযান চলাকালে অবৈধ আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক, দেশীয় অস্ত্র, ইয়াবা, ফেন্সিডিলসহ নানা ধরনের মাদক, চোরাই মোবাইল ফোন, মোটরসাইকেল এবং নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছে সন্ত্রাসী, চোরাকারবারি, কিশোর গ্যাং সদস্য, মাদক ব্যবসায়ী ও আসক্ত, চাঁদাবাজ এবং অবৈধ অস্ত্রধারী। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়া, শিল্পাঞ্চলগুলোতে সম্ভাব্য অস্থিরতা রোধে সেনা টহল দল শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে সমন্বয়ে কাজ করছে। আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে অস্থায়ী পশুরহাটগুলোতে সার্বক্ষণিক নজরদারি ও নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। সেই সঙ্গে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সড়কে যান চলাচল স্বাভাবিক রাখা ও টিকিট কালোবাজারি ঠেকাতে সেনাবাহিনী বিশেষ টহল পরিচালনা করছে।

সেনাবাহিনী জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সাধারণ নাগরিকদের যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্পে জানানোর আহ্বান জানানো হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।