সেনাবাহিনীর অভিযানে কক্সবাজারে ধরা পড়ল সীমান্তের ডন শাহীন ডাকাত

নিউজ ডেস্ক
বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক সফল যৌথ অভিযানে কক্সবাজার থেকে গ্রেফতার হয়েছে কুখ্যাত শাহীন ডাকাত ও তার দুই সহযোগী। বৃহস্পতিবার সকালে পরিচালিত এই অভিযানে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ ইয়াবা ও গোলাবারুদসহ ধরা পড়ে ‘সীমান্তের ডন’ খ্যাত এই অপরাধী।
সেনাবাহিনী সূত্র জানায়, সকাল ৮টার দিকে শুরু হওয়া অভিযানে .২২ বোরের একটি দেশীয় প্রযুক্তির আগ্নেয়াস্ত্র, তিনটি একনলা বন্দুক, ১০ রাউন্ড গুলি, ২০ হাজার পিস ইয়াবা ও বেশ কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ২০টিরও বেশি হত্যা, অপহরণ, ডাকাতি ও নাশকতার মামলা রয়েছে বিভিন্ন থানায়। ২০২৩ সালেও শাহীন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়লেও, পরে জামিনে মুক্তি পেয়ে সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি ও গর্জনিয়া এলাকায় আবারও তৎপর হয়ে ওঠে।
স্থানীয়রা অভিযোগ করেন, ঈদ-উল-আযহা সামনে রেখে গরু চোরাচালানসহ নানা অপরাধ কর্মকাণ্ডে নেতৃত্ব দিচ্ছিল শাহীন।
আজকের অভিযানে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে শাহীন ও তার সহযোগীরা গুলি ছোড়ে, তবে বাহিনীর দক্ষতায় কোন হতাহতের ঘটনা ছাড়াই অভিযুক্তদের গ্রেফতার করা সম্ভব হয়।
সেনাবাহিনী জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বদা প্রস্তুত এবং যেকোনো অপরাধমূলক তৎপরতা সম্পর্কে তথ্য পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে সহযোগিতার জন্য স্থানীয়দের নিকটস্থ সেনা ক্যাম্প বা আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।