চামড়া পাচার ঠেকাতে কুমিল্লা সীমান্তে বিজিবির সতর্কতা

চামড়া পাচার ঠেকাতে কুমিল্লা সীমান্তে বিজিবির সতর্কতা

চামড়া পাচার ঠেকাতে কুমিল্লা সীমান্তে বিজিবির সতর্কতা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কুমিল্লা, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে কোরবানির পশুর চামড়া ভারতে পাচার রোধে সতর্কতা জারি করেছে বিজিবি।

শুক্রবার (৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে বিজিবির কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল রেজাউল কবির কুমিল্লা সদর উপজেলার সীমান্তবর্তী বিবিরবাজার ক্যাম্প পরিদর্শনে এসে তিনি এ তথ্য জানান।

রেজাউল কবির বলেন, এ বছর বিজিবি গরু চোরাচালান প্রতিরোধে সর্বোচ্চ সচেষ্ট ছিল। ঠিক একইভাবে ঈদের দিন থেকে চামড়া চোরাচালান প্রতিরোধেও বিজিবি সর্বোচ্চ সতর্ক থাকবে। ইতোমধ্যে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা তৎপরতাও বৃদ্ধি করা হয়েছে।

বিজিবি কুমিল্লা সেক্টরের অধীনে হবিগঞ্জ থেকে শুরু করে ফেনী পর্যন্ত ৩২৭ কিলোমিটার সীমান্ত। কুমিল্লা সেক্টরের অধীনে ২৫ বিজিবি ব্যাটালিয়ন, ৬০ বিজিবি ব্যাটালিয়ন, ১০ বিজিবি ব্যাটালিয়ন এবং চার বিজিবি ব্যাটালিয়নকে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লা সেক্টর কমান্ডার রেজাউল কবির।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খুব কাছাকাছি সীমান্ত হওয়ায় এ অঞ্চল দিয়ে কোরবানির পশুর চামড়া ভারতের পাচারের প্রবণতা থাকায় এবার আগে থেকে সতর্ক বিজিবি।

এ সময় কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।