ভারতের ধুবড়িতে সাম্প্রদায়িক উত্তেজনা, ‘শুট অ্যাট সাইট’ নির্দেশ মুখ্যমন্ত্রীর
 
                 
নিউজ ডেস্ক
ভারতের আসাম রাজ্যের বাংলাদেশ সীমান্তবর্তী জেলা ধুবড়িতে সাম্প্রদায়িক উত্তেজনার প্রেক্ষাপটে ‘শুট অ্যাট সাইট’ (দেখামাত্র গুলি) নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। স্থানীয় একটি হনুমান মন্দিরের সামনে গরুর মাথা ও মাংসের টুকরো পড়ে থাকার ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এই কড়া অবস্থান নেয় রাজ্য প্রশাসন।
আসাম সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদের আগের দিন ধুবড়ি শহরে ‘নবীন বাংলা’ নামের একটি দলের পোস্টারে বাংলাদেশের অন্তর্ভুক্তির আহ্বান জানানো হয়। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘটনাটিকে ‘বিদেশি চক্রের ষড়যন্ত্র’ হিসেবে অভিহিত করে বলেন, “ধুবড়িতে একটি সাম্প্রদায়িক গোষ্ঠী অশান্তি সৃষ্টি করতে সক্রিয় হয়ে উঠেছে। সরকার কাউকে ছাড় দেবে না।”
শুক্রবার (১৩ জুন) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক বিবৃতিতে বিশ্ব শর্মা বলেন, “আমি গুয়াহাটিতে পৌঁছানোর পরপরই ধুবড়িতে ‘শুট অ্যাট সাইট’ নির্দেশ কার্যকর হবে। কেউ রাতে বাইরে বের হলে বা পাথর ছুড়লে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে।” তিনি আরও জানান, এলাকাটিতে র্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) এবং কেন্দ্রীয় আধা-সামরিক বাহিনী সিআরপিএফ মোতায়েন করা হচ্ছে।
এর আগে, গত সপ্তাহের রোববার ধুবড়ি জেলা সদরের হনুমান মন্দিরের পাশে মাংসের টুকরো পড়ে থাকার ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষ প্রতিবাদে নেমে আসে। সোমবার থেকে জেলায় ১৪৪ ধারা জারি করা হয়, তবে পরদিন তা তুলে নেওয়ার পর পরিস্থিতি আবারও উত্তপ্ত হতে শুরু করে।
রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কঠোর নজরদারি ও নিরাপত্তা জোরদার থাকবে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, “ধুবড়ির সব অপরাধীকে খুঁজে বের করে গ্রেপ্তার করা হবে। কেউ ধর্মীয় উসকানি দিয়ে আসামকে অশান্ত করতে পারবে না।”
ধুবড়ি জেলার ঘটনাপ্রবাহ ঘিরে বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলগুলোর নিরাপত্তা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। স্থানীয় প্রশাসন ও গোয়েন্দা সংস্থাগুলোকে এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
