সারাদেশে যৌথ বাহিনীর অভিযান: এক সপ্তাহে গ্রেফতার ৪০৮, উদ্ধার অস্ত্র ও বিস্ফোরক
 
                 
নিউজ ডেস্ক
দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে গত এক সপ্তাহে (১২ জুন থেকে ১৯ জুন) মোট ৪০৮ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) সেনাবাহিনীর প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের আওতাধীন ইউনিটগুলো রাজধানীসহ সারাদেশে যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। এ সময় চিহ্নিত সন্ত্রাসী, কিশোর গ্যাং সদস্য, অবৈধ অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, চোরাকারবারী এবং মাদকাসক্তদের গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে: ১০টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৪৯৬ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ, ৩৪টি ককটেল বোমা, বিপুল পরিমাণ মাদকদ্রব্য, সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহৃত দেশীয় অস্ত্র, মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ অর্থ।
গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ঈদ সামনে রেখে বিশেষ নজরদারি
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে দেশজুড়ে জনসাধারণের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সেনাবাহিনী বিশেষ টহল কার্যক্রমও পরিচালনা করছে। যান চলাচল স্বাভাবিক রাখা, টিকিট কালোবাজারি রোধ এবং ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণে সেনাবাহিনীর এসব কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সেনাবাহিনীর আহ্বান
সেনাবাহিনী জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে। একইসঙ্গে, কোনো সন্দেহজনক ব্যক্তি বা কর্মকাণ্ড সম্পর্কে তথ্য পেলে নিকটস্থ সেনা ক্যাম্পে জানানোর জন্য সাধারণ নাগরিকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
