সেনাপ্রধানের নামে ‘৬ দফা প্রস্তাব’ গুজব: সেনাবাহিনীর স্পষ্ট প্রত্যাখ্যান

নিউজ ডেস্ক
সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের নামে প্রচারিত “নির্বাচন আয়োজনে ৬ দফা প্রস্তাব” শিরোনামের একটি পোস্টকে “ভুয়া, ভিত্তিহীন এবং গুজব” হিসেবে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, “সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ভাইরাল হওয়া সেনাপ্রধানের তথাকথিত ৬ দফা প্রস্তাবের কোনো ভিত্তি নেই। এটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। সেনাবাহিনী এমন কোনো পরিকল্পনা বা প্রস্তাবনা দেয়নি।”
‘সেলিম মাহমুদ’ নামক একটি ফেসবুক আইডি থেকে গুজবের সূচনা
গুজবটির সূত্রপাত হয় “সেলিম মাহমুদ” নামের একটি ফেসবুক আইডি থেকে। পোস্টটিতে দাবি করা হয়, সেনাপ্রধান নাকি নির্বাচন আয়োজনে ছয়টি প্রস্তাব দিয়েছেন। স্ক্রিনশটে কিছু তথাকথিত সুপারিশের কথাও দেখা যায়। দ্রুতই পোস্টটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিভ্রান্তি সৃষ্টি করে।
সেনাবাহিনীর বার্তা স্পষ্ট ও কঠোর
বিবৃতিতে সেনাবাহিনী জানায়, “বাংলাদেশ সেনাবাহিনী একটি পেশাদার ও সাংবিধানিক বাহিনী। সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব, সংবিধান এবং আইন-শৃঙ্খলা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত নয়।”
এ ধরনের গুজব ছড়ানোকে দেশবিরোধী অপচেষ্টা আখ্যা দিয়ে বিবৃতিতে বলা হয়, “এই ধরনের তথ্য উদ্দেশ্যমূলকভাবে জনমনে বিভ্রান্তি ও অসন্তোষ সৃষ্টির অপচেষ্টা। এটি রাষ্ট্র ও জাতির জন্য ক্ষতিকর।”
আইনগত ব্যবস্থার আহ্বান ও নাগরিকদের প্রতি সতর্কতা
সেনাবাহিনী গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সাধারণ নাগরিকদের যাচাই-বাছাই ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো তথ্য শেয়ার না করার এবং বিভ্রান্তিকর পোস্টে প্রতিক্রিয়া না দেখানোর অনুরোধ জানানো হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।