রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে অস্ট্রেলিয়ান হাই কমিশনারের সৌজন্য স্বাক্ষাত
 
                 
নিউজ ডেস্ক
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমার সাথে সৌজন্য স্বাক্ষাত করেছেন অস্ট্রেলিয়ান হাই কমিশনার মিজ জুলিয়া নিবলেটসহ একটি প্রতিনিধিদল। ২৬ নভেম্বর মঙ্গলবার সকালে জেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে এ স্বাক্ষাত অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যদের মধ্যে অস্ট্রেলিয়ান হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারি (ইকোনোমিক এন্ড কমার্শিয়াল ডিপ্লোমেসি) ডানকান ম্যাক্কালাহ, প্রোগ্রাম ম্যানেজার এম আই নাহিল এবং জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ ও জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা উপস্থিত ছিলেন।
এসময়, মিজ জুলিয়া নিবলেট অস্ট্রেলিয়া সরকার কর্তৃক বাংলাদেশী শিক্ষার্থীদের নানা ভাবে প্রতিবছর সহযোগীতা করার কথা উল্লেখ করে জানান, রাঙ্গামাটির স্থানীয় জনগণকে অস্ট্রেলিয়া সরকারের শিক্ষা বৃত্তি সম্পর্কে অবহিত করার জন্যই তার এ সফর।
