বান্দরবানের লামায় রিসোর্ট ম্যানেজারকে অপহরণ করে মুক্তিপণ দাবি: ৩ উপজাতি সন্ত্রাসী আটক
 
                 
নিউজ ডেস্ক
বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলার মিরিঞ্জা এলাকায় একটি রিসোর্টের ম্যানেজারকে অপহরণ করে মুক্তিপণ দাবির ঘটনায় তিনজন সন্ত্রাসীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে মিরিঞ্জা প্যারাডাইস ভ্যালিতে এ ঘটনা ঘটে।
অপহৃত ব্যক্তি আব্দুল খালেক (২০) ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা বদুরঝিরি গ্রামের মোঃ শফির ছেলে এবং তিনি উক্ত রিসোর্টের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ জানায়, অস্ত্রধারী ৮-১০ জন সন্ত্রাসী রাতের বেলায় রিসোর্টে হানা দেয় এবং আব্দুল খালেক ও তার পরিবারকে অস্ত্রের মুখে আটক করে। পরে তাকে চোখ বেঁধে অপহরণ করা হয় এবং তার স্ত্রীকে ছেড়ে দেওয়া হয়। অপহরণের পর সন্ত্রাসীরা রিসোর্ট মালিক মোঃ আইয়ুব আলীর কাছে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
কৌশলে অপহরণকারীদের হাত থেকে পালিয়ে বেঁচে যান আব্দুল খালেক। জঙ্গলের ভেতর দিয়ে নিয়ে যাওয়ার সময় সুযোগ বুঝে তিনি পাহাড় থেকে নিচে লাফিয়ে পালিয়ে আসেন এবং স্থানীয়দের কাছে পুরো ঘটনা জানান। পরে স্থানীয়রা অভিযান চালিয়ে মিরিঞ্জা বাগানপাড়া এলাকা থেকে তিনজন সন্ত্রাসীকে আটক করে গণধোলাই দিয়ে ইয়াংছা আর্মি ক্যাম্পে হস্তান্তর করে। সেনাবাহিনী জিজ্ঞাসাবাদ শেষে তাদের পুলিশের কাছে হস্তান্তর করে।
আটক তিনজন সন্ত্রাসী হলেন—টানিয়েল ত্রিপুরা (৩৮), রহিম ত্রিপুরা (৩০) এবং হালিরাম ত্রিপুরা (২৮)। তাদের কাছ থেকে ছিনতাই করা দুইটি মোবাইল ও একটি কিরিচ উদ্ধার করা হয়েছে।
অপহৃত আব্দুল খালেক বলেন, “সন্ত্রাসীরা গভীর রাতে আমার চোখ বেঁধে নিয়ে যায় এবং মালিকের কাছে মোবাইলে মুক্তিপণ দাবি করে। কিন্তু আমি কোনোভাবে পালিয়ে আসতে পেরে প্রাণে বেঁচে গেছি।”
রিসোর্ট মালিক মোঃ আইয়ুব আলী বলেন, “রাত ২টা ৩০ মিনিটে ফোন দিয়ে ৬ লাখ টাকা চাওয়া হয়। এ ঘটনায় আমরা হতবাক ও আতঙ্কিত।” তিনি এই অপহরণকারীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রসঙ্গত, বান্দরবানের পর্যটন এলাকায় সন্ত্রাসীদের এমন অপতৎপরতা স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, পাহাড়ে সশস্ত্র সন্ত্রাস দমনে তৎপরতা আরও জোরদার করা হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
