ভারত সন্ত্রাসবাদের সবচেয়ে বড় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক: পাক সেনাপ্রধান

ভারত সন্ত্রাসবাদের সবচেয়ে বড় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক: পাক সেনাপ্রধান

ভারত সন্ত্রাসবাদের সবচেয়ে বড় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক: পাক সেনাপ্রধান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পাকিস্তানের সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির ভারতকে এই অঞ্চলে সন্ত্রাসবাদের সবচেয়ে বড় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক হিসাবে অভিহিত করেছেন। সেই সাথে প্রতিবেশী দেশগুলিকে ভারতীয় প্রক্সি নেটওয়ার্কগুলির বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার ৫২তম সাধারণ প্রশিক্ষণ কর্মসূচির কর্মকর্তাদের উদ্দেশ্যে ভাষণে মুনির জোর দিয়ে বলেন, পাকিস্তান ভ্রাতৃপ্রতিম ইসলামী দেশ আফগানিস্তানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। তবে আশা করে, তারা ভারতের সন্ত্রাসী প্রক্সি ফিতনা আল-হিন্দুস্তান এবং ফিতনা আল-খাওয়ারিজকে জায়গা দেবে না।

তিনি সতর্ক করে বলেন, “ভারত এই অঞ্চলে সন্ত্রাসবাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক। পাকিস্তান কখনই ভারতীয় আধিপত্য মেনে নেবে না।“আমরা কখনও ভারতের সামনে মাথা নত করিনি, কখনও করবও না”, বলেন তিনি।

পাক সেনাপ্রধান আরো বলেন, সন্ত্রাসবাদ ভারতের অভ্যন্তরীণ বিষয়। সংখ্যালঘুদের, বিশেষ করে মুসলমানদের প্রতি তাদের বৈষম্যমূলক এবং সহিংস আচরণের ফলে এটি উদ্ভূত হয়েছে।

পাকিস্তানের প্রতিরক্ষা প্রস্তুতি সম্পর্কে ফিল্ড মার্শাল মুনির বলেন, সশস্ত্র বাহিনী আধুনিক যুদ্ধের প্রয়োজনীয়তা পূরণে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। সূত্রঃ জিও নিউজ

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।