রাষ্ট্রপতি শাসনে মণিপুরে হিংসা কমেছে, বেড়েছে মাদকবিরোধী সাফল্য
![]()
নিউজ ডেস্ক
ভারতের মণিপুর রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির পর হিংসার ঘটনা উল্লেখযোগ্য হারে কমেছে এবং মাদকবিরোধী অভিযানে দৃশ্যমান অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকারি সূত্র। চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যটিতে কেন্দ্রীয় শাসন কার্যকর হয়।
সরকারি হিসাব মতে, রাষ্ট্রপতি শাসনের পূর্ববর্তী সময় (মে ২০২৩ পর্যন্ত) মণিপুরে জাতিগত সহিংসতায় প্রাণ হারিয়েছিলেন অন্তত ২৬০ জন। অথচ গত চার মাসে এ ধরনের সহিংসতায় নিহতের সংখ্যা নেমে এসেছে মাত্র একজনে। একই সময়ে আহতের সংখ্যা ১,৭৭৬ থেকে কমে দাঁড়িয়েছে ২৯ জনে।
তথ্য অনুযায়ী, পূর্ববর্তী উত্তপ্ত সময়কালে রাজ্যজুড়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ছিল দৈনন্দিন ব্যাপার। কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুনের মধ্যে একটিও বড় ধরনের অগ্নিসংযোগ বা ভাঙচুরের ঘটনা ঘটেনি। যেখানে আগে এ ধরনের ঘটনায় ১৭ হাজারের বেশি মামলা হয়েছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বছর দাঙ্গার সময় লুট হওয়া ৬ হাজারেরও বেশি আগ্নেয়াস্ত্রের মধ্যে এখন পর্যন্ত ২,৩৯০টি অস্ত্র উদ্ধার বা স্বেচ্ছায় জমা দেওয়া হয়েছে। একইসঙ্গে অবৈধ ৬৩টি বাঙ্কার ধ্বংস করা হয়েছে, যা গত এক বছরে ধ্বংস হওয়া মোট বাঙ্কারের সংখ্যা ৫৪৮-এ পৌঁছেছে।
এদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অভিযানেও রাষ্ট্রপতি শাসনের পর দেখা গেছে উল্লেখযোগ্য অগ্রগতি। সংশ্লিষ্ট আইন অনুযায়ী অন্তত ৮৪ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ২৪.৪ কেজি হেরোইন, ২৫.৭ কেজি ব্রাউন সুগার, ৩১.৮ কেজি আফিম এবং ৩৭৯ কেজির বেশি গাঁজা জব্দ করা হয়েছে। ভারতীয় আধাসামরিক বাহিনী ও পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করছে।
মণিপুরের সহিংসতায় ইন্ধনদাতা হিসেবে পরিচিত মেইতেই গোষ্ঠীর সশস্ত্র সংগঠন ‘আরাম্বাই তেংগোল’-এর নেতাদের গ্রেফতারের মধ্য দিয়ে অনেক এলাকায় অস্থায়ী শান্তি ফিরে এসেছে বলেও মনে করছেন স্থানীয় প্রশাসন। সম্প্রতি সংগঠনটির শীর্ষ নেতা ও বরখাস্তকৃত এক পুলিশ হেড কনস্টেবল আসেম কানন সিং এবং তার চার সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। এরা অতীতে পুলিশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের ওপর হামলার সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে।
তবে পরিস্থিতির উন্নয়ন হলেও আশঙ্কা এখনো পুরোপুরি কেটে যায়নি। নিরাপত্তা বাহিনীর তথ্যমতে, নিষিদ্ধ বিদ্রোহী সংগঠনগুলোর একটি অংশ এখন চাঁদাবাজি, সম্পত্তি বিরোধ নিষ্পত্তি এবং অবৈধ সমঝোতার মাধ্যমে অর্থ উপার্জনের নতুন কৌশল নিয়েছে। সম্প্রতি এমন একটি চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে কয়েকজনকে আটকও করা হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘ সময় ধরে সহিংসতায় জর্জরিত মণিপুরে রাষ্ট্রপতি শাসনের পর স্থিতিশীলতা ফেরাতে কেন্দ্রীয় সরকারকে নতুন করে কঠোর ব্যবস্থা নিতে হয়েছে। এখন দেখার বিষয়—এই অস্থায়ী স্থিতিশীলতা দীর্ঘমেয়াদে কতটা টিকে থাকে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।