নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৯,৬২০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার
![]()
নিউজ ডেস্ক
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে বিপুল পরিমাণ বার্মিজ ইয়াবা আটক করা হয়েছে। রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে ১১ বিজিবি’র অধীনস্থ লেম্বুছড়ি বিওপির একটি টহল দল সীমান্তবর্তী কাটাপাহাড় এলাকায় এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, কাটাপাহাড় এলাকায় (জিআর-৩৫৫৭১৩ এমএস ৮৪সি/৭), সীমান্ত পিলার ৫০/২-এস থেকে আনুমানিক ১৫০ গজ এবং শূন্যরেখা থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় মোট ৯,৬২০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। মাদকগুলো চোরাচালানের উদ্দেশ্যে সীমান্ত পেরিয়ে নিয়ে আসা হলেও বিজিবির তৎপরতায় তা আটক করা সম্ভব হয়।
বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসমূহ ধ্বংসের লক্ষ্যে বিজিবি’র নীতিমালা অনুযায়ী ব্যাটালিয়ন সদরে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
জোন অধিনায়ক লেঃ কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস বলেন, সীমান্ত নিরাপত্তা ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে বর্ডার গার্ড বাংলাদেশ সর্বদা সচেষ্ট। মাদক চোরাচালান রোধে আমাদের প্রতিটি সদস্য সর্বোচ্চ পেশাদারিত্ব, ত্যাগ ও দায়িত্ববোধ নিয়ে কাজ করছে। সীমান্তবর্তী এলাকায় বিজিবির নজরদারি ও গোয়েন্দা তৎপরতা আগের চেয়ে আরও জোরদার করা হয়েছে। মাদকের ভয়াল ছোবল থেকে সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে মাদক চোরাচালান রোধে বিজিবি নিয়মিত তৎপর রয়েছে। সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।