সেনাবাহিনীর মানবিক উদ্যোগে ঘুষের টাকা ফেরত পাচ্ছেন জেলেরা
![]()
নিউজ ডেস্ক
জেলেদের জন্য বরাদ্দকৃত চালের কার্ড বিতরণে ঘুষ নেওয়ার ঘটনা প্রকাশের পর মানবিক হস্তক্ষেপ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ সোমবার দুপুরে পটুয়াখালীর বাউফলের ধুলিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সেনাবাহিনীর উপস্থিতিতে সরকার অনুমোদিত ১ হাজার জেলের হাতে ঘুষ হিসেবে নেওয়া অর্থ ফেরত দেয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।। সেনাবাহিনীর বাউফল অস্থায়ী ক্যাম্প এই কার্যক্রম তদারকি করবে।
বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান (প্যানেল-১) জহিরুল ইসলাম।
এর আগে গত ২৮ জুন জাতীয় গণমাধ্যমে প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে দেখা যায়, ধুলিয়া ইউনিয়ন পরিষদের একটি কক্ষে সরকারিভাবে বরাদ্দপ্রাপ্ত ৮০ কেজি করে চাল দেওয়ার জন্য কার্ড বিতরণের সময় প্রতিটি কার্ডের বিপরীতে ২০০ টাকা করে ঘুষ আদায় করা হয়। এই ঘুষ সংগ্রহের কাজটি করছিলেন ইউনিয়ন পরিষদের অস্থায়ী কম্পিউটার অপারেটর আব্দুল্লাহ আল মামুন। অভিযোগ রয়েছে, চাল পেতে আগ্রহী জেলেদেরকে লাইন দিয়ে দাঁড় করিয়ে প্রকাশ্যেই এ অর্থ আদায় করা হয়।
ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এবং সংবাদপত্রে ছড়িয়ে পড়লে ব্যাপক জনমনে ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি বাংলাদেশ সেনাবাহিনীর নজরে এলে দ্রুত তদন্ত ও ব্যবস্থা গ্রহণে সক্রিয় হয় বাউফল অস্থায়ী সেনা ক্যাম্প।
পরে স্থানীয় প্রশাসন, ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে সেনাবাহিনীর উদ্যোগে ভুক্তভোগী জেলেদের অর্থ ফেরত দেওয়ার আয়োজন করা হয়। দুপুর দুইটার পর ইউনিয়ন পরিষদ চত্বরে একে একে প্রত্যেক নিবন্ধিত জেলেকে নগদ ২০০ টাকা করে ফেরত দেওয়া হবে। পুরো প্রক্রিয়াটি সেনা সদস্যদের উপস্থিতিতে স্বচ্ছভাবে সম্পন্ন হবে।
এ বিষয়ে ধুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান (প্যানেল-১) জহিরুল ইসলাম বলেন, “সেনাবাহিনীর হস্তক্ষেপে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সুন্দর সমাধান হয়েছে। আমরা ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় তা নিশ্চিত করব।”
প্রসঙ্গত, দেশের অসহায়, জীবন-জীবিকার দিক থেকে প্রান্তিক জনগোষ্ঠী হিসেবে জেলেরা নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে জীবনযাপন করেন। সরকারি সহায়তা কর্মসূচি তাদের জন্য আশার আলো হয়ে আসে। কিন্তু দুর্নীতির কারণে এসব সহায়তা যখন বাণিজ্যের উপকরণে পরিণত হয়, তখন শুধু তাদের অর্থই নয়, নষ্ট হয় মানবিক মর্যাদাও। এমন প্রেক্ষাপটে সেনাবাহিনীর মানবিক হস্তক্ষেপ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে। জনসাধারণ আশা করছেন, ভবিষ্যতে এই ধরনের অনিয়ম রোধে আরও কার্যকর ভূমিকা পালন করবে প্রশাসন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।