সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান ৫ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ

সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান ৫ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ

সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান ৫ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, লেহেঙ্গা, কসমেটিক্স ও চকলেট আটক করা হয়েছে।

আজ সোমবার (৩০ জুন) ভোররাতে সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের মাদরাসা সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)।

সুনামগঞ্জ-২৮ বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে তিনটার দিকে সুনামগঞ্জ ব্যাটালিয়নের একটি বিশেষ আভিযানিক দল টাস্কফোর্স অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪,২৮৬ পিস ভারতীয় শাড়ী, ১৩ পিস লেহেঙ্গা, ৪,৯৯২ পিস কসমেটিক্স সামগ্রী এবং ২০,১২০ পিস চকলেট জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়। এ ছাড়া তার সঙ্গে ছিলেন পুলিশ সদস্য, সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মো. রফিকুল ইসলামসহ ২০ জনের একটি দল।

সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান ৫ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ

সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল জাকারিয়া কাদির বলেন, ‘ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

তিনি আরো বলেন, ‘আটক পণ্যসমূহ শুল্ক গোডাউনে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

এর আগে এক মাসে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) কর্তৃক বিভিন্ন অভিযানে প্রায় ১৪ কোটি ৮৪ লাখ ৬৭ হাজার ৯৭৮ টাকার ভারতীয় মালামাল আটক করে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।