হায়দরাবাদে রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১০ জনের মৃত্যু
 
                “এখান থেকে শেয়ার করতে পারেন”
 
নিউজ ডেস্ক
ভারতের তেলেঙ্গানার হায়দরাবাদে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, সোমবার (৩০ জুন) সকালে সঙ্গারেড্ডি জেলার পাশামাইলারাম শিল্পাঞ্চলে সিগাচি কেমিক্যালসের একটি কারখানায় বিস্ফোরণে অন্তত ১০ জনের প্রাণহানি হয়। এছাড়া অনেকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন, একটি বড়সড় বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। সঙ্গে সঙ্গেই আকাশে উঠতে দেখা যায় কালো ধোঁয়ার বিশাল স্তম্ভ।
জানা গেছে, একটি রাসায়নিক রিঅ্যাক্টরের ভেতরেই এই বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে কারখানার অন্য অংশে। আগুনের তীব্রতায় ঘটনাস্থলেই পুড়ে মৃত্যু হয় বেশ কয়েকজন শ্রমিকের। বহু শ্রমিক প্রাণ বাঁচাতে ছুটতে গিয়ে আহত হন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন, একাধিক অ্যাম্বুলেন্স এবং উদ্ধারকারী দল। উদ্ধার অভিযান এখনো চলছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হায়দরাবাদ প্রশাসন এবং তেলঙ্গানা রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী তৎপর হয়ে পরিস্থিতি খতিয়ে দেখছে।
কেন এই বিস্ফোরণ, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অত্যন্ত সংবেদনশীল কোনো রাসায়নিক প্রক্রিয়ার সময় ত্রুটিজনিত কারণেই ঘটে থাকতে পারে এই দুর্ঘটনা। পুলিশ এবং ফরেনসিক বিভাগ তদন্ত শুরু করেছে।
সিগাচি ইন্ডাস্ট্রিজ কর্তৃপক্ষ এখনও পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি। তবে স্থানীয়দের অভিযোগ, নিরাপত্তা ব্যবস্থার অভাব এবং বিপজ্জনক রাসায়নিক ব্যবহারে নিয়মের তোয়াক্কা না করাই এই ঘটনার প্রধান কারণ।
এদিকে বিস্ফোরণে হতাতের ঘটনায় শোক প্রকাশ করেছেন তেলেঙ্গানা মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। তিনি দ্রুত প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন এবং উদ্ধারকাজে গতি আনার নির্দেশ দেন। এছাড়া আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থাও করতে বলেন তিনি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
