মিয়ানমারে জান্তাবাহিনীর পাশে বেলারুশ, সরবরাহ করছে আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি
![]()
নিউজ ডেস্ক
মিয়ানমারের সামরিক জান্তা সরকারকে ড্রোন হামলা প্রতিরোধে সহায়তা হিসেবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করছে ইউরোপীয় রাষ্ট্র বেলারুশ। মানবাধিকার সংগঠন জাস্টিস ফর মিয়ানমার (JFM) এমন অভিযোগ তুলেছে। মিয়ানমারের সামরিক সরকারের সঙ্গে বেলারুশের সামরিক সহযোগিতার গোপন নথি ফাঁস হওয়ার পর এ তথ্য প্রকাশ্যে এসেছে। খবর জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম ইরাবতী।
জেএফএম জানায়, বেলারুশের রাষ্ট্রীয় অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান বেলস্পেৎসভনেশতেকনিকা মিয়ানমারের জান্তা বাহিনীর জন্য অত্যাধুনিক ‘V3D রাডার প্রযুক্তি’ এবং ভূমিভিত্তিক আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র তৈরি করছে। প্রযুক্তিগুলোর মধ্যে রয়েছে প্যানোরামা অটোমেশন সিস্টেম ও ভস্টক থ্রিডি রাডার, যা স্বয়ংক্রিয়ভাবে ড্রোন শনাক্ত এবং প্রতিহত করতে সক্ষম। এই প্রযুক্তির প্রধান লক্ষ্য মূলত সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠীগুলোর ব্যবহৃত ড্রোন।
এছাড়াও জানা গেছে, মিয়ানমারের সামরিক কর্মকর্তারা বেলারুশের স্টেট ইউনিভার্সিটি অব ইনফরমেটিক্স অ্যান্ড রেডিও ইলেকট্রনিক্সে উচ্চতর প্রশিক্ষণ নিচ্ছে, যার উদ্দেশ্য দেশের ভেতর অস্ত্র উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করা। নেপিদো ও মান্দালয়ে সেনাবাহিনীর কারখানায় এসব প্রযুক্তির ব্যবহারের প্রস্তুতিও চলছে।
উল্লেখ্য, ২০২১ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে মিয়ানমারে অস্ত্র বিক্রি নিষিদ্ধের প্রস্তাব উত্থাপন করা হলে বেলারুশ প্রকাশ্যে তার বিরোধিতা করেছিল। পরবর্তীতে চলতি বছর মার্চ মাসে জান্তাপ্রধান মিন অং হ্লাইং বেলারুশ সফর করেন এবং আলেক্সান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে সামরিক ও বিনিয়োগ চুক্তি নিয়ে আলোচনা করেন। সর্বশেষ, গত শুক্রবার তিনি আবার মিনস্কে গিয়ে অস্ত্র সহযোগিতার বিষয়ে পুনরায় বৈঠকে বসেন।
প্রসঙ্গত, সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমারের জান্তা সরকার দেশব্যাপী দমন-নিপীড়ন চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক মহলের নিষেধাজ্ঞা ও অস্ত্র বিক্রির আহ্বান উপেক্ষা করে বেলারুশের মতো দেশগুলোর সহায়তা দেশটির মানবাধিকার পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।