কুমিল্লা ও ফেনীতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩
 
                 
নিউজ ডেস্ক
কুমিল্লা ও ফেনীতে পৃথক অভিযানে অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার করেছে সেনাবাহিনী। দুই জেলায় পরিচালিত সফল অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, গতরাত আনুমানিক ২টার দিকে ফেনী সদর উপজেলার দমদমা এলাকায় একটি যৌথ অভিযান চালানো হয়। এ সময় ৭.৬২ মিঃমিঃ ক্যালিবারের একটি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি এবং অবৈধ অস্ত্রসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।
একই সময়ে কুমিল্লা সদর উপজেলার শুভপুর এলাকায় আরেকটি পৃথক অভিযানে ২ হাজার ৯৫০ পিস ইয়াবা, ৬টি দেশীয় ধারালো অস্ত্র এবং নগদ ৩০ লাখ টাকা উদ্ধারসহ আরও একজনকে গ্রেফতার করা হয়।
সেনাবাহিনী জানিয়েছে, অপরাধ দমনে ও জননিরাপত্তা নিশ্চিত করতে তারা নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীও অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
