টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ৯০ হাজার ইয়াবা ও ২৮ কেজি গাঁজা উদ্ধার
![]()
নিউজ ডেস্ক
কক্সবাজারের টেকনাফ সীমান্তে দুটি পৃথক মাদকবিরোধী অভিযানে ৯০ হাজার পিস ইয়াবা ও ২৮ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে নারীসহ ৩ জনকে আটক করা হয়েছে। এসব অভিযান পরিচালনা করে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের আভিযানিক দল।
প্রথম অভিযানটি চালানো হয় টেকনাফের সাবরাং ইউনিয়নের আলীর ডেইল এলাকায়। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ দল ওই এলাকার একটি বাড়িতে চিরুনি অভিযান চালায়। সেখানে পাচারের উদ্দেশ্যে লুকিয়ে রাখা অবস্থায় ৯০,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একইসঙ্গে মাদক পাচারের সঙ্গে জড়িত এক নারীসহ দুইজনকে আটক করা হয়।
অপরদিকে, একই ব্যাটালিয়নের আরেকটি আভিযানিক দল খরেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে একটি বাড়ির মুরগির খামারে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একজন নারীকে আটক করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
প্রসঙ্গত, মাদক পাচার প্রতিরোধে সীমান্ত এলাকায় বিজিবির এই ধরনের নিয়মিত অভিযানে ইয়াবা ও গাঁজার বড় চালান জব্দের পাশাপাশি মাদকচক্রের সক্রিয় সদস্যদের গ্রেফতার করা হচ্ছে, যা মাদক নিয়ন্ত্রণে একটি ইতিবাচক অগ্রগতি হিসেবেই দেখা হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।