সেনাবাহিনীকে কালাদান নদী ব্যবহার করতে দিবেনা আরাকান আর্মি, ফেরিতে হামলার দায় স্বীকার - Southeast Asia Journal

সেনাবাহিনীকে কালাদান নদী ব্যবহার করতে দিবেনা আরাকান আর্মি, ফেরিতে হামলার দায় স্বীকার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সম্প্রতি মিয়ানমারের রাখাইন প্রদেশের কালাদান নদী ব্যবহার করে মেরিন প্রিন্সেস নামের একটি ফেরীতে করে সেনাবাহিনীর পাঁচটি ভারী যন্ত্রপাতি নিয়ে যাওয়ার সময় ফেরিটিতে হামলার ঘটনা ঘটেছে এবং সর্বশেষ এ হামলার দায় স্বীকার করেছে প্রদেশটির বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মি (এএ)। ২রা ডিসেম্বর আরাকান আর্মির দেয়া এক বিবৃতিতে সংগঠনটির এক মুখপাত্র হামলার দায় স্বীকার করে বলেছেন, দেশটির সেনাবাহিনীকে কোনভাবেই কালাদান নদী ব্যবহার করতে দেওয়া হবে না। এমনকি আরাকান আর্মি সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে।

সূত্রে জানা যায়, মেরিন প্রিন্সেস নামের ঐ ফেরিতে করে নদী পথে সেনা সরঞ্জাম নেওয়া হচ্ছিল। উক্ত অঞ্চলের টিনমা গ্রামে পৌঁছার পর ফেরিটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এ সময় আরাকান আর্মি ফেরিটি লক্ষ্য করে গুলি ছুড়ে এবং ক্রুদের বন্দি করে। গুলিতে ফেরি ও যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে। পরবর্তীতে হামলাকারীরা ক্রুদের ছেড়ে দিলেও চারটি মোবাইল ফোন ও নগদ দুইশত ডলার নিয়ে গেছে।

তবে মিয়ানমার সেনাবাহিনীর দাবি, মার্চ থেকেই আরাকান আর্মি বিভিন্ন সরকারি স্থাপনা ও প্রশাসনিক প্রকল্পে হামলা চালাচ্ছে। সেনাবাহিনী আরো জানায়, সেনাবাহিনীর প্রকল্প ও কর্মরতদের সুরক্ষা দিতে অতিরিক্ত সেনা সদস্য মোতায়েন করা হবে।

প্রসঙ্গত, ২০১৮ সালের নভেম্বর থেকে মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মির সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ শুরু হয়েছে। সরকারি হিসেবে, জানুয়ারিতে বিভিন্ন সরকারি স্থাপনায় আরাকান আর্মির হামলায় বেশ কয়েকজন সেনা সদস্য নিহত ও আহত হয়। পাল্টা পদক্ষেপ হিসেবে সেনাবাহিনী অভিযান শুরু করলে কয়েক হাজার বেসামরিক নাগরিক ঘর-বাড়ি ছেড়ে পালিয়েছেন। তবে সেনাবাহিনী বিদ্রোহী গোষ্ঠীকে রাখাইনে ঘাঁটি তৈরি করতে না দেওয়ার প্রতিশ্রুতির কথা জানিয়েছে।

You may have missed