রোহিঙ্গাদের জন্য আড়াই হাজার টন চাল পাঠাচ্ছে চীন সরকার!
![]()
নিউজ ডেস্ক
মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন আর গণহত্যার মুখে বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নেয়া রোহিঙ্গা নাগরিকদের জন্য এবার চাল সহায়তার আশ্বাস দিয়েছে চীন। প্রাথমিকভাবে রোহিঙ্গাদের জন্য আড়াই হাজার টন চাল পাঠাবে দেশটি। এর মধ্যে প্রথম দফায় চলতি সপ্তাহে চট্টগ্রাম বন্দরে আসবে ২০০ টন চাল।
এদিকে রোহিঙ্গা সংকট ইস্যুতে মিয়ানমারের কথিত বন্ধুরাষ্ট্র চীন হঠাৎ করেই এত বড় সহায়তার হাত বাড়িয়ে দেয়ায় বাংলাদেশ বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানিয়েছেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ কামাল।
সূত্র মতে, রোহিঙ্গাদের চাল সহায়তার জন্য চীনের সঙ্গে ইতিমধ্যে একটি চুক্তিও হয়েছে। পর্যায়ক্রমে কয়েক দফায় ঢুকবে এই চাল। মানবিক ত্রাণ সহায়তা হিসেবে রোহিঙ্গাদের জন্য চীনের পাঠানো এই বিপুল পরিমাণ চাল বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে শুল্ক/কর মওকুফ করতে গেল ২৬ নভেম্বর জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোহিঙ্গা সংকট সমাধানে চীনকে বরাবরই পাশে চেয়েছে বাংলাদেশ। কিন্তু বারবারই চীনের আনুকূল্য পেয়েছে মিয়ানমার। তবে গেল জুলাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের দ্বিপাক্ষিক বৈঠকের পরই রোহিঙ্গাদের ব্যাপারে বাংলাদেশের পাশে দাঁড়াতে শুরু করে চীন। এমনকি রোহিঙ্গাদের নিজ দেশে ফিরত পাঠাতে বেইজিংয়ের পক্ষ থেকে আশ্বস্তও করা হয়।
প্রসঙ্গত, ২০১৭ সালের ২৫ আগস্ট নিরাপত্তাচৌকিতে সন্ত্রাসীদের হামলার অজুহাত দেখিয়ে রাখাইনে রোহিঙ্গাদের ওপর চরম নৃশংসতা শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। সেসময় সীমান্ত পেরিয়ে প্রায় সাড়ে ৭ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়। এর পূর্বেও বিভিন্ন সময়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের নিয়ে এই মুহূর্তে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গার সংখ্যা প্রায় ১২ লাখ। গেল দুই বছরেরও বেশি সময় ধরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জাতিসংঘের শরণার্থী সংস্থা-ইউএনএইচসিআর’সহ জাতিসংঘের বিভিন্ন সংস্থা, আন্তর্জাতিক ও দেশীয় এনজিওগুলোর সহায়তায় রোহিঙ্গাদের ভরণ-পোষণ চলছে।