২০২৫ সালের এসএসসি পরীক্ষায় বাংলাদেশের ক্যাডেট কলেজসমূহের ঈর্ষণীয় ফলাফল

২০২৫ সালের এসএসসি পরীক্ষায় বাংলাদেশের ক্যাডেট কলেজসমূহের ঈর্ষণীয় ফলাফল

২০২৫ সালের এসএসসি পরীক্ষায় বাংলাদেশের ক্যাডেট কলেজসমূহের ঈর্ষণীয় ফলাফল
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় দেশের ক্যাডেট কলেজগুলো আবারও প্রমাণ করেছে তাদের শীর্ষস্থানীয় শিক্ষার মান। এবারের পরীক্ষায় ১২টি ক্যাডেট কলেজ থেকে অংশগ্রহণকারী ৫৭৬ জন শিক্ষার্থীর মধ্যে ৫৭১ জন পেয়েছেন জিপিএ-৫, যা শতভাগ পাসের হারের পাশাপাশি ৯৯.১৩% জিপিএ-৫ প্রাপ্তির অনন্য নজির স্থাপন করেছে। গত বছর এই হার ছিল ৯৯.৬৭%।

May be an image of text

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে এবং বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল ও ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সভাপতির তত্ত্বাবধানে পরিচালিত এই আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানসমূহ শুধুমাত্র পরীক্ষার ফলাফল নয়, বরং নেতৃত্ব, শৃঙ্খলা ও সুনাগরিক তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

এই সাফল্যের মূল চাবিকাঠি হিসেবে বিবেচিত হচ্ছে কলেজগুলোর সুশৃঙ্খল পরিবেশ, কঠোর দৈনন্দিন রুটিন, অভিজ্ঞ ও নিবেদিত অনুষদ সদস্যদের পরিচর্যা, শিক্ষার্থীদের কঠোর অধ্যবসায় এবং অভিভাবকদের নিরবিচার সহায়তা।

May be an image of text that says 'ময়মনসিংহ গ গর্লস গস ব্যাডেট কলেজ 지'

ক্যাডেটদের সর্বাঙ্গীন বিকাশ নিশ্চিত করতে শিক্ষা কার্যক্রমের পাশাপাশি সহশিক্ষা ও নৈতিক শিক্ষা কার্যক্রমে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে এসব প্রতিষ্ঠান।

ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সঠিক দিকনির্দেশনা ও কলেজসমূহের অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতে আরও উন্নয়নমূলক কার্যক্রম ও যুগোপযোগী শিক্ষানীতি অনুসরণ করে ক্যাডেট কলেজগুলো দেশের সর্বোচ্চ মানের শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান আরও সুসংহত করবে বলেই আশা করা হচ্ছে।

উল্লেখ্য, দেশের শিক্ষাব্যবস্থায় ক্যাডেট কলেজসমূহ বরাবরই একটি গৌরবোজ্জ্বল ও ফলপ্রসূ দৃষ্টান্ত স্থাপন করে চলেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।