আলীকদমে সেনাবাহিনীর অভিযানে সাড়ে ৫ হাজার পিস ইয়াবাসহ আটক ৩

আলীকদমে সেনাবাহিনীর অভিযানে সাড়ে ৫ হাজার পিস ইয়াবাসহ আটক ৩

আলীকদমে সেনাবাহিনীর অভিযানে সাড়ে ৫ হাজার পিস ইয়াবাসহ আটক ৩
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের আলীকদম উপজেলায় সেনাবাহিনীর পরিচালিত অভিযানে ৫ হাজার ৫শ ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। গতকাল (১১ জুলাই) রাত ৮টা ২০ মিনিটে আলীকদম জোনের আওতাধীন পোয়ামুহুরী আর্মি ক্যাম্পের একটি টহল দল এই অভিযান পরিচালনা করে।

ওয়ারেন্ট অফিসার মো. হাবিবুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে কুরুকপাতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দড়িমুখ পাড়ায় বিদ্যামনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে পাকা রাস্তায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। চেকপোস্টে তল্লাশির সময় তিনজনকে আটক করা হয়, যাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৫,৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ৬৩,৩৫০ টাকা।

আটককৃত ব্যক্তিরা হলেন—আব্দুস শুকুর (৪২), পিতা: জাফর হোসেন, সাং মুক্তার সর্দার পাড়া; সাকনাও ম্রো (৪০), পিতা: মৃত রেংওয়াং ম্রো, সাং দড়িমুখ পাড়া; এবং জসিম উদ্দিন (৩৬), পিতা: সিরাজ আহাম্মদ, সাং বাগান পাড়া।

ঘটনার পর সেনাবাহিনী আলীকদম থানাকে অবহিত করলে থানার এসআই মো. মিনহাজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ রাতেই ঘটনাস্থলে পৌঁছে আসামিদের ও জব্দ আলামত গ্রহণ করেন। পরে ১২ জুলাই রাত ১টা ৫০ মিনিটে এসআই উপন বড়ুয়ার নেতৃত্বে আলীকদম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারনীর ১০(গ)/২৬(১)/৪১ ধারায় মামলা রুজু করা হয় (মামলা নম্বর: ০১, তারিখ: ১২/০৭/২০২৫)।

এই সফল অভিযানের মাধ্যমে পাহাড়ি অঞ্চলে মাদকবিরোধী অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর সক্রিয় ভূমিকা ও স্থানীয় পুলিশের সমন্বয়ের কার্যকরতা আবারও প্রমাণিত হলো।

প্রসঙ্গত, আলীকদম ও আশপাশের সীমান্তবর্তী অঞ্চলে ইয়াবা পাচার দীর্ঘদিনের সমস্যা হলেও, সাম্প্রতিক সময়ে সেনা-পুলিশের সমন্বিত তৎপরতায় তা অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।