মিয়ানমারে ভারতীয় হামলায় উলফা প্রধান পরেশ বড়ুয়ার মৃত্যু নিয়ে ধোঁয়াশা

মিয়ানমারে ভারতীয় হামলায় উলফা প্রধান পরেশ বড়ুয়ার মৃত্যু নিয়ে ধোঁয়াশা

মিয়ানমারে ভারতীয় হামলায় উলফা প্রধান পরেশ বড়ুয়ার মৃত্যু নিয়ে ধোঁয়াশা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মিয়ানমার সীমান্ত এলাকায় ভারতীয় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় আসামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা (ইন্ডিপেন্ডেন্ট) -এর প্রধান পরেশ বড়ুয়া নিহত হয়েছেন কি না- সে সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে হামলার পর ভারতীয় পক্ষ থেকে দাবি করা হয়েছিল, ওই হামলায় পরেশসহ তিন শীর্ষ উলফা নেতা নিহত হয়েছেন। কিন্তু পরে এ নিয়ে আর কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

উলফার তরফ থেকে বলা হয়েছে, গত রবিবার ভোরে ভারতীয় সেনাবাহিনী আচমকা মিয়ানমার সীমান্তে জঙ্গি উলফা ঘাঁটিতে হামলা চালায়। এতে ঘাঁটিটি ধ্বংস হয়ে গেছে এবং তিনজন উলফা নেতা নিহত হয়েছেন।

বিবৃতিতে উলফা উল্লেখ করেছে, ভারতীয় সেনাবাহিনী নাগাল্যান্ডের মিয়ানমার সীমান্তের লংওয়া ও অরুণাচল প্রদেশের আন্তর্জাতিক সীমান্তের পাংসাউ পাসের মধ্যে ড্রোন নিয়ে হামলা করে। রাত ২টা থেকে ভোর ৪টা পর্যন্ত হামলা চালানো হয়। পরে দুপুরেও হামলা হয়। ভারতীয় সেনারা সেখানে ১৫০ বার বোমা বর্ষণ করে। এতে তাদের শিবিরে ব্যাপক ক্ষতি হয়। দুজন মারা যান। তাদের নাম নয়ন মেধি, গণেশ অসম ও প্রদীপ অসম।

উলফা জানায়, সেনাবাহিনীর আক্রমণে তিন শীর্ষ কমান্ডারসহ ১৯ জন আহত হন। সম্প্রতি মিয়ানমার সীমান্তে বিশাল সেনা মোতায়েন করা হয়। আসাম রাইফেলসকে মিয়ানমার সীমান্ত প্রহরার দায়িত্ব দেওয়া হয়।

এ ব্যাপারে ভারতীয় সেনাবাহিনী থেকে পরে আর কোনো মন্তব্য করা হয়নি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।