নতুন আধাসামরিক বাহিনী গঠনের ঘোষণা পাকিস্তানের
![]()
নিউজ ডেস্ক
পাকিস্তান সরকার সোমবার একটি নতুন জাতীয় আধাসামরিক বাহিনী গঠনের ঘোষণা দিয়েছে। এই সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে বিরোধী রাজনৈতিক দল ও মানবাধিকার সংস্থাগুলো। তাদের আশঙ্কা, এই বাহিনী রাজনৈতিক বিরোধীদের দমন করার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতে পারে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
পূর্বাঞ্চলীয় শহর ফয়সালাবাদে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী জানান, আফগান সীমান্তবর্তী উত্তর-পশ্চিমাঞ্চলে মোতায়েনরত ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারি (এফসি) বাহিনীকে সম্প্রসারণ করে এটিকে ফেডারেল কনস্ট্যাবুলারি নামে একটি জাতীয় নিরাপত্তা বাহিনীতে রূপান্তর করা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সংশোধিত আইনে বাহিনীটির দায়িত্বে অন্তর্ভুক্ত করা হয়েছে অভ্যন্তরীণ নিরাপত্তা, দাঙ্গা নিয়ন্ত্রণ এবং সন্ত্রাস দমন বা সন্ত্রাসবিরোধী অভিযান।
তালাল চৌধুরী বলেন, এটি একটি নতুন বাহিনী হবে, আরও শক্তিশালী বাহিনী। আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য এই বাহিনী এখন সময়ের দাবি। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি সংশোধিত আইনে এটির অনুমোদন দিয়েছেন।
তিনি জানান, নতুন বাহিনীতে সারা দেশ থেকে নিয়োগ হবে। আগের মতো শুধু খাইবার পাখতুনখোয়ার উপজাতি অঞ্চল থেকে নিয়োগের বিধান আর থাকছে না। এছাড়া নতুন বাহিনীকে জাতীয় আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সঙ্গে সমন্বিতভাবে প্রশিক্ষণ দেওয়া হবে।
বাহিনী গঠনের ঘোষণাটি এসেছে এমন এক সময়ে যখন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) আগামী ৫ আগস্ট তাকে গ্রেফতারের বর্ষপূর্তি উপলক্ষে দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে। গত বছর আগস্টে ইমরান খানকে গ্রেফতারের পর একাধিক বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছিল এবং ইসলামাবাদ কয়েক দিন অচল হয়ে পড়েছিল।
পিটিআই মুখপাত্র জুলফিকার বুখারী বলেছেন, এই ধরনের বড় ধরনের নিরাপত্তা পরিবর্তন সংসদীয় আলোচনার মাধ্যমে হওয়া উচিত। তিনি বলেন, এই বাহিনী যেন অতীতের মতো রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার হাতিয়ার হিসেবে ব্যবহার না হয়। পিটিআই নেতৃত্ব ও সমর্থকদের বিরুদ্ধে যেভাবে আইন প্রয়োগ করা হয়েছে, সেটির পুনরাবৃত্তি আমরা চাই না।
তার আশঙ্কার প্রতিধ্বনি করে পাকিস্তান মানবাধিকার কমিশনের মহাসচিব হারিস খলিক বলেন, সংসদে কোনও আলোচনা ছাড়াই নিরাপত্তা ও আইনশৃঙ্খলা কাঠামোতে যে পরিবর্তন আনা হচ্ছে, তা আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করছে।
পাকিস্তানের রাজনীতিতে বর্তমানে চরম অস্থিরতা বিরাজ করছে। ইমরান খান কারাবন্দি, পিটিআই ভাঙনের মুখে, আবার সরকার বিরোধীদের দমন-পীড়নের অভিযোগে বারবার সমালোচনার মুখে পড়ছে।
এই প্রেক্ষাপটে নতুন একটি আধাসামরিক বাহিনী গঠনকে অনেকেই স্বচ্ছ নির্বাচনি প্রক্রিয়া ও রাজনৈতিক সহনশীলতার পথে এক প্রকার বাধা হিসেবেই দেখছেন। বিরোধীদের অভিযোগ, এটি শুধু নিরাপত্তার অজুহাতে রাষ্ট্রক্ষমতা কেন্দ্রীভূত করার আরেকটি কৌশল।
তবে সরকার বলছে, দেশের ক্রমবর্ধমান নিরাপত্তা হুমকি ও অভ্যন্তরীণ চ্যালেঞ্জ মোকাবিলার জন্য এই বাহিনী অপরিহার্য।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।