এমআইএসটিতে শুরু হলো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড অ্যাপ্লাইড সায়েন্স বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন

এমআইএসটিতে শুরু হলো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড অ্যাপ্লাইড সায়েন্স বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন

এমআইএসটিতে শুরু হলো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড অ্যাপ্লাইড সায়েন্স বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-তে যন্ত্রকৌশল ও প্রয়োগিক বিজ্ঞান বিষয়ক তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন “৩য় ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্স (ICMEAS 2025)” শুরু হয়েছে। বৃহস্পতিবার শুরু হওয়া এ সম্মেলন আগামী ১৯ জুলাই শেষ হবে।

বিশ্বজুড়ে খ্যাতনামা গবেষক, বিজ্ঞানী, শিক্ষাবিদ ও শিল্প বিশেষজ্ঞদের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে। এবারের সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, মিশর, চীন, ভারত, জাপান, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ ১৪টি দেশের গবেষক ও শিক্ষাবিদ অংশ নিচ্ছেন।

সম্মেলনে বাংলাদেশসহ ৯টি দেশ থেকে মোট ২৮৯টি গবেষণাপত্র জমা পড়েছে। এর মধ্যে যাচাই-বাছাই শেষে ১৭৬টি গবেষণাপত্র উপস্থাপনের জন্য নির্বাচিত হয়েছে। গৃহীত প্রবন্ধগুলো স্কোপাস ইনডেক্সড প্রসিডিংস ও জার্নালে প্রকাশিত হবে। এতে বিশ্বব্যাপী ৫০টি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা যুক্ত হয়েছেন।

এমআইএসটিতে শুরু হলো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড অ্যাপ্লাইড সায়েন্স বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন

সম্মেলনের উদ্বোধনী আয়োজনে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. নাসিম পারভেজ।

আগামী ১৯ জুলাই সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি সেরা গবেষণা উপস্থাপনকারীদের পুরস্কৃত করবেন।

উল্লেখ্য, যন্ত্রকৌশল, অ্যারোনটিক্যাল ও নেভাল ইঞ্জিনিয়ারিং, উৎপাদন প্রকৌশলসহ প্রয়োগিক বিজ্ঞানের সাম্প্রতিক উদ্ভাবন ও চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময়ের জন্য এ সম্মেলন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক একাডেমিক প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed