মিরপুর ডিওএইচএসে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাতি: সাবেক সেনা কর্মকর্তাসহ আটক ৪

মিরপুর ডিওএইচএসে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাতি: সাবেক সেনা কর্মকর্তাসহ আটক ৪

মিরপুর ডিওএইচএসে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাতি: সাবেক সেনা কর্মকর্তাসহ আটক ৪
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে একটি বাসায় ঢুকে ডাকাতির অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা ও এক সাবেক সেনা সদস্যসহ চারজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

আটক চারজনের মধ্যে রয়েছেন লেফটেন্যান্ট (অব.) ফিরোজ ইফতেখার এবং করপোরাল (অব.) মুকুল। তারা দুজনেই সাবেক সেনাসদস্য এবং বর্তমানে বিতর্কিত গ্রুপ জাস্টিস ফর কমরেডস ও সহযোদ্ধার সদস্য হিসেবে পরিচিত।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, মিরপুর ডিওএইচএস এলাকার ১১ নম্বর সড়কের ৭ নম্বর অ্যাভিনিউয়ের একটি বাসায় লে. ইফতেখার (অব.), কর্পোরাল মুকুল (অব.) ও আরও তিনজন মিলে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে ভাড়াটিয়া বোরহান নামে এক ব্যক্তির খোঁজে প্রবেশ করেন। অভিযুক্তকে না পেয়ে তারা বাসার মূল্যবান মালামাল ব্যাগে ভরে দ্রুত স্থান ত্যাগ করার চেষ্টা করে।

তবে সন্দেহ হলে, ঘটনাস্থলে উপস্থিত সোর্স হারুনুর রশিদ মোটরসাইকেল নিয়ে তাদের পিছু নেন এবং “ডাকাত যাচ্ছে” বলে চিৎকার করলে জনগণ সাড়া দেয়। পরে মিরপুর ১২ এনডিসি চেকপোস্টের অদূরে একটি যানজটের সময় স্থানীয়দের সহায়তায় ডাকাতচক্রটি আটক করা হয়।

আটকদের কাছ থেকে উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে পাঁচটি মোবাইল ফোন, হীরা ও সোনার অলংকার, ল্যাপটপ, তিনটি ঘড়ি, কিছু প্রসাধনী, ইয়াবা ট্যাবলেট, হেডফোন সেট, পাসপোর্ট ও বিভিন্ন কাগজপত্র।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে কর্পোরাল মুকুল (অব.) স্বীকার করেছেন যে, আগের দিন মিরপুর-১০ নম্বরে এক চায়ের দোকানে সোর্স হারুনুর রশিদের সঙ্গে তার পরিচয় হয়। হারুন তাকে জানান, এক ব্যক্তির কাছে অবৈধ অস্ত্র রয়েছে, সেই সূত্র ধরেই তারা ওই বাসায় অভিযানে যান।

এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম বলেন, “আটকদের জিজ্ঞাসাবাদ চলছে এবং তাদের বিরুদ্ধে ডাকাতি, প্রতারণা ও মাদক আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”

প্রসঙ্গত, আটক লেফটেন্যান্ট (অব.) ইফতেখার ২০০৭ সালে ৪৪তম লং কোর্স থেকে মেডিক্যাল বোর্ড আউট হয়েছিলেন। তিনি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসান নাসিরের নেতৃত্বাধীন বিতর্কিত সংগঠন জাস্টিস ফর কমরেডস–এর সক্রিয় সদস্য বলেও জানা গেছে। তদন্তে এই চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত, সে বিষয়ে আরও তথ্য বেরিয়ে আসতে পারে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।