৩৪ বিজিবির তত্ত্বাবধানে রাখাইনে ফিরলো ৭১ তঞ্চঙ্গ্যা নাগরিক
![]()
নিউজ ডেস্ক
মিয়ানমারের রাখাইন রাজ্যে দীর্ঘদিন ধরে চলমান সংঘাতের কারণে বাংলাদেশে সাময়িক আশ্রয় নেওয়া ৭১ জন তঞ্চঙ্গ্যা নাগরিক স্বেচ্ছায় নিজ দেশে ফিরে গেছেন। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত দিয়ে গত দুই দিনে তাদের প্রত্যাবর্তনের প্রক্রিয়া সম্পন্ন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ এর ৩৪ বিজিবি ব্যাটালিয়ন।
বিজিবি সূত্রে জানা গেছে, ফেরত যাওয়া তঞ্চঙ্গ্যারা সবাই ১৫টি পরিবারের সদস্য। ২২ জুলাই মঙ্গলবার ১০টি পরিবার এবং ২৩ জুলাই বুধবার বাকি ৫টি পরিবার সীমান্ত পিলার ৩৭-এর ‘আমবাগান’ পয়েন্ট দিয়ে মিয়ানমারে প্রবেশ করেন। প্রত্যাবর্তনকারীদের মধ্যে নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ রয়েছেন।
৩৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এস এম খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, স্বেচ্ছায় দেশে ফিরে যাওয়া এসব পরিবারের জন্য কোনো ধরনের চাপ প্রয়োগ করা হয়নি। শান্তিপূর্ণ ও মানবিক পরিবেশে প্রত্যাবর্তন কার্যক্রম সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত রাখাইনে সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে সংঘর্ষের জেরে এসব তঞ্চঙ্গ্যা পরিবার বাংলাদেশে পালিয়ে আসে। তারা নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ী এলাকায় তঞ্চঙ্গ্যা পাড়ায় অবস্থান করছিল।

সম্প্রতি রাখাইনে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হওয়ায় এসব পরিবার স্বদেশে ফেরার আগ্রহ প্রকাশ করে। তাদের এ ইচ্ছাকে সম্মান জানিয়ে বিজিবি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন করে।
প্রত্যাবর্তনকারী পরিবারের সদস্যদের তালিকায় রয়েছে:
২২ জুলাই (৪৮ জন): ওমাংচিং, ওচিংদা, মানিক্কা, মংবো, মংপুচা, কিংলা, চাতাই মং, উথায়লা, লাচেং ও মংচু তঞ্চঙ্গ্যা।
২৩ জুলাই (২৩ জন): মংয়েছা, মংয়েথুয়াইং, কিংলা থুয়াইং, চিংলা প্রু ও গাইতসার তঞ্চঙ্গ্যা।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী জানান, প্রত্যাবাসনের বিষয়টি তাকে বিজিবি কর্তৃপক্ষ অবহিত করেছে। স্থানীয় গ্রামবাসীর সহযোগিতায় এসব পরিবার ঘুমধুম পাড়ার আশ্রয়স্থল থেকে সীমান্তে পৌঁছায়।
এদিকে স্থানীয় সচেতন মহল মনে করছে, এই প্রত্যাবাসন দেশের জন্য ইতিবাচক একটি পদক্ষেপ। তাদের ভাষ্য, “মিয়ানমারের ৭০ জন নাগরিকের নিজ দেশে ফিরে যাওয়া বাংলাদেশের জন্য একটি দায়মুক্তি। বিজিবির এমন কার্যক্রম সত্যিই প্রশংসার যোগ্য।”
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।