বোমা নিষ্ক্রিয়করণ ও সন্ত্রাস দমনে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সমন্বিত নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত

বোমা নিষ্ক্রিয়করণ ও সন্ত্রাস দমনে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সমন্বিত নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত

বোমা নিষ্ক্রিয়করণ ও সন্ত্রাস দমনে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সমন্বিত নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতির অংশ হিসেবে ‘বিমানবন্দর নিরাপত্তা মহড়া–২০২৫’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ জুলাই এ মহড়ার আয়োজন করা হয়।

মহড়াটি পরিচালিত হয় বিমানবন্দর কর্তৃপক্ষের সার্বিক তত্ত্বাবধানে এবং এতে অংশ নেয় বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের বিশেষায়িত স্ট্রাইকিং ফোর্স ও বোম্ব ডিসপোজাল দল। এছাড়া বিমান বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‍্যাব, এপিবিএন, পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার, সোয়াট টিম এবং বিমানবন্দরের নিজস্ব নিরাপত্তা দলও মহড়ায় অংশগ্রহণ করে।

মহড়ার উদ্দেশ্য ছিল বিমানবন্দরের অভ্যন্তরে বোমা সদৃশ বস্তু শনাক্ত ও নিষ্ক্রিয়করণ, হঠাৎ কোনো সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়া দেখানো, যাত্রীদের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বিত প্রতিরক্ষা প্রস্তুতি ঝালিয়ে নেওয়া।

বিমানবন্দর এলাকায় একটি বোমা সদৃশ বস্তু সনাক্ত হওয়ার কাল্পনিক ঘটনার প্রেক্ষিতে পুরো মহড়া পরিচালনা করা হয়। সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় নিরাপত্তাবলয় গড়ে তোলে এবং সফলভাবে নিষ্ক্রিয়করণ প্রক্রিয়া সম্পন্ন করে।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দেশের অতি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরণের বাস্তবভিত্তিক মহড়া ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।