ভিনদেশি অনুপ্রবেশ ঠেকাতে মনিপুরে নিরাপত্তা জোরদার, আন্তর্জাতিক ও আন্তঃরাজ্য সীমান্তে কড়া নজরদারি
![]()
নিউজ ডেস্ক
প্রতিবেশী নাগাল্যান্ডের মতো এবার মনিপুর সরকারও ভিনদেশি অনুপ্রবেশ ঠেকাতে আন্তর্জাতিক, আন্তঃরাজ্য ও আন্তঃজেলা সীমান্তে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে। প্রতিবেশী কিছু দেশে চলমান অস্থিরতার জেরে সম্ভাব্য অনুপ্রবেশের আশঙ্কায় বুধবার (২৩ জুলাই) মনিপুর স্বরাষ্ট্র দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়।
রাজ্যের স্বরাষ্ট্র কমিশনার এন. অশোক কুমার স্বাক্ষরিত নির্দেশনায় সব জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) সীমান্ত এলাকায় “অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে শক্তিশালী নজরদারি ব্যবস্থা” গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “প্রতিবেশী দেশগুলোর অস্থির পরিস্থিতির কারণে মনিপুরে অবৈধ অভিবাসী অনুপ্রবেশের আশঙ্কা দেখা দিয়েছে। এ প্রেক্ষাপটে আন্তর্জাতিক, আন্তঃরাজ্য ও আন্তঃজেলা সীমান্তগুলোতে সর্বোচ্চ সতর্কতা নিশ্চিত করতে হবে।”
প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, যদি কোনো ধরনের অনুপ্রবেশ শনাক্ত হয়, তবে তাৎক্ষণিকভাবে তা কর্তৃপক্ষকে জানাতে হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বায়োমেট্রিক ও জীবনীসংক্রান্ত (বায়োগ্রাফিক) তথ্য সংরক্ষণ করতে হবে।
সেইসঙ্গে অবৈধভাবে প্রবেশ করা ব্যক্তিদের স্থানীয় জনগণের সঙ্গে মিশতে দেওয়া যাবে না এবং তাদের ‘নিরাপদ নির্ধারিত স্থানে’ রাখা হবে, যেখানে মানবিক সহায়তা প্রদান করা সম্ভব হবে। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
নির্দেশনায় প্রতিটি জেলায় পুলিশ সদস্যদের নিয়ে একটি করে ‘জেলা পর্যায়ের নজরদারি কমিটি’ গঠনের কথা বলা হয়েছে, যারা সন্দেহজনক স্থানে নিয়মিত তদারকি ও পর্যালোচনা চালাবে। এছাড়া সীমান্ত পাস ব্যবস্থার আওতায় আসা-যাওয়ার পথগুলোও ডিসিদের নজরদারির আওতায় থাকবে।
মনিপুর সরকারের এই পদক্ষেপ এমন সময় নেওয়া হলো যখন পাশের রাজ্য আসামে অব্যাহত রয়েছে সীমান্ত এলাকায় উচ্ছেদ অভিযান। স্থানীয় নিরাপত্তা ও জনসংখ্যা কাঠামোর ভারসাম্য রক্ষায় মনিপুর প্রশাসনের এই উদ্যোগকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।