মেঘালয়ের বাংলাদেশি নাগরিকসহ আটক ৫

মেঘালয়ের বাংলাদেশি নাগরিকসহ আটক ৫

মেঘালয়ের বাংলাদেশি নাগরিকসহ আটক ৫
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মেঘালয়ের ইস্ট জায়ন্তিয়া হিলস জেলা দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় পাঁচজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ)। বুধবার রাতে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৭২ নম্বর ব্যাটালিয়নের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন। আটককৃতদের মধ্যে একজন শিশু কন্যাও রয়েছে।

আন্তর্জাতিক সীমান্তসংলগ্ন এলাকায় ঘন জঙ্গলের মধ্যে লুকিয়ে ছিল এই দলটি। অভিযান চালিয়ে তাদের আটক করে স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলছে।

বিএসএফ-এর এক সিনিয়র কর্মকর্তা বলেন, “এ ধরনের অনুপ্রবেশের চেষ্টা বিচ্ছিন্ন ঘটনা নয়। পূর্ব থেকে লক্ষ্য করা যাচ্ছে, এই ধরনের অনুপ্রবেশ একটি ধারাবাহিক প্রবণতায় রূপ নিচ্ছে। আমরা সমন্বিত গোয়েন্দা তৎপরতা ও ২৪ ঘণ্টা টহল চালিয়ে তা প্রতিহত করার চেষ্টা করছি।”

উল্লেখ্য, মেঘালয়ের পূর্ব ও পশ্চিম জায়ন্তিয়া হিলস এবং গারো হিলস অঞ্চল দীর্ঘদিন ধরেই অনুপ্রবেশের জন্য ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত। এই অঞ্চলের বিচ্ছিন্ন ভূপ্রকৃতি, ঝুঁকিপূর্ণ সীমান্তপথ এবং পরিবেশ-সংবেদনশীল এলাকা, যেমন হাতির করিডোর—এইসব কারণে সেখানে নজরদারি করা জটিল হয়ে পড়ে।

সীমান্তে অনুপ্রবেশ রোধে বিএসএফ ও স্থানীয় প্রশাসনের যৌথ তৎপরতা আরও জোরদার করা হয়েছে বলে জানা গেছে। প্রশাসন জানিয়েছে, আটক ব্যক্তিদের জাতীয়তা যাচাই এবং উদ্দেশ্য অনুসন্ধান শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।