ভারত-মিয়ানমার সীমান্ত পরিস্থিতি নিয়ে মণিপুরের রাজ্যপালের সঙ্গে বিএসএফের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক
![]()
নিউজ ডেস্ক
ভারত-মিয়ানমার সীমান্ত অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি ও বিএসএফের কার্যক্রম নিয়ে মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভল্লার সঙ্গে বৈঠক করেছেন সীমান্তরক্ষা বাহিনীর (BSF) অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) মহেশ কুমার আগরওয়াল ও বিএসএফ এম অ্যান্ড সি ফ্রন্টিয়ারের মহাপরিদর্শক (আইজি) রবি কান্ত।
বৃহস্পতিবার (৩১ জুলাই) ইমফলের রাজভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সীমান্ত অঞ্চলের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি, বাহিনীর প্রস্তুতি ও বিভিন্ন শান্তি রক্ষামূলক উদ্যোগ নিয়ে বিশদ আলোচনা হয়।
বিএসএফ কর্মকর্তারা সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে গৃহীত চলমান পদক্ষেপগুলো তুলে ধরেন এবং রাজ্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় জোরদারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। একইসঙ্গে সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিএসএফের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তারা।
বৈঠকে রাজ্যপাল অজয় কুমার ভল্লা বিএসএফের ভূমিকার প্রশংসা করে বলেন, উদীয়মান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় কেন্দ্র ও রাজ্যের নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় অব্যাহত রাখা জরুরি।
উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোতে ভারত-মিয়ানমার সীমান্তবর্তী অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটায় বিএসএফের তৎপরতা ও সমন্বিত নিরাপত্তা পরিকল্পনার গুরুত্ব বাড়ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।