আগরতলা সীমান্তে ‘চায়না মেইড’ সন্দেহভাজন ড্রোন উদ্ধার, নিরাপত্তা বাহিনীতে সতর্কতা জারি

আগরতলা সীমান্তে ‘চায়না মেইড’ সন্দেহভাজন ড্রোন উদ্ধার, নিরাপত্তা বাহিনীতে সতর্কতা জারি

আগরতলা সীমান্তে ‘চায়না মেইড’ সন্দেহভাজন ড্রোন উদ্ধার, নিরাপত্তা বাহিনীতে সতর্কতা জারি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন আগরতলার এক স্পর্শকাতর এলাকায় ‘মেইড ইন চায়না’ ছাপযুক্ত একটি সন্দেহভাজন ড্রোন উদ্ধারের ঘটনায় সীমান্ত নিরাপত্তা নিয়ে চরম সতর্কতা জারি করেছে ভারতীয় কর্তৃপক্ষ।

শুক্রবার ভোরে পশ্চিম ত্রিপুরা জেলার একটি সীমান্তবর্তী স্থানে ড্রোনটি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন জেলার পুলিশ সুপার ড. কিরণ কুমার কে। ড্রোনটির গায়ে স্পষ্টভাবে ‘Made in China’ লেখা ছিল এবং এতে উচ্চক্ষমতাসম্পন্ন ক্যামেরা সংযুক্ত ছিল, যা সীমান্তবর্তী গোয়েন্দা নজরদারির ইঙ্গিত দেয়।

ড্রোনটি উদ্ধারের পর ত্রিপুরা পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ), বোমা নিষ্ক্রিয়কারী দল এবং ফরেনসিক বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি যৌথ তদন্ত শুরু হয়। তাৎক্ষণিকভাবে এলাকাটি ঘিরে ফেলা হয় এবং ড্রোনটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়, যাতে এর মধ্যে থাকা ডেটা, জিপিএস সিগন্যাল বা সম্ভাব্য কোনো লুকানো বিপদের তথ্য শনাক্ত করা যায়।

যদিও এখনো ড্রোনটির উড়ানের উৎস বা উদ্দেশ্য সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে ভারতীয় গোয়েন্দা সূত্রগুলো ধারণা করছে এটি সীমান্ত পারাপার নজরদারি বা গোয়েন্দা কর্মকাণ্ডে ব্যবহৃত হয়ে থাকতে পারে।

ঘটনার পর ভারতের সীমান্ত এলাকায় নজরদারি ও টহল ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।

প্রসঙ্গত, ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে সাম্প্রতিক সময়ে নজরদারিমূলক ড্রোনের তৎপরতা নিয়ে দুই দেশের নিরাপত্তা সংস্থাগুলো আগে থেকেই সতর্ক ছিল। এই নতুন ঘটনার পর তা আরও গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।