খাগড়াছড়িতে ইউপিডিএফ-জেএসএস সংঘর্ষ-গোলাগুলি, একজন নিহতের অভিযোগ

খাগড়াছড়িতে ইউপিডিএফ-জেএসএস সংঘর্ষ-গোলাগুলি, একজন নিহতের অভিযোগ

খাগড়াছড়িতে ইউপিডিএফ-জেএসএস সংঘর্ষ-গোলাগুলি, একজন নিহতের অভিযোগ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার লোগাং এলাকায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস মূল) এর সশস্ত্র গ্রুপের মধ্যে মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। বুধবার (৬ আগস্ট) বিকালে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে এলাকা নিয়ন্ত্রণ নিয়ে দুই সংগঠনের মধ্যে উত্তেজনা চলছিল। আজ বিকেলে তা সংঘর্ষে রূপ নেয়। গোলাগুলির আওয়াজে পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময় চলছিল।

নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা না গেলেও তিনি ইউপিডিএফ-এর কর্মী বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম উদ্দিন জানান, গোলাগুলির খবর তিনি শুনেছেন, তবে এখনো পর্যন্ত নিহত বা আহতের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে এর আগেও একাধিকবার রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।