ভারতের ওপর শুল্ক বাড়িয়ে ৫০% করলেন ট্রাম্প

ভারতের ওপর শুল্ক বাড়িয়ে ৫০% করলেন ট্রাম্প

ভারতের ওপর শুল্ক বাড়িয়ে ৫০% করলেন ট্রাম্প
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের ওপর আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বুধবার বাড়তি এই শুল্কারোপের ঘোষণা দেন তিনি। এই বাড়তি ২৫ শতাংশ এবং আগের ২৫ শতাংশ মিলিয়ে ভারতীয় পণ্যে মার্কিন শুল্ক এখন ৫০ শতাংশ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, রাশিয়া থেকে তেল কেনার কারণে ‘শাস্তি’ হিসেবে ট্রাম্প এই নতুন বাড়তি শুল্কারোপ ঘোষণা করলেন। এর আগে সম্প্রতি ট্রাম্প ঘোষণা দেন, ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ হবে। ১ আগস্ট থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়। ওই সময় তিনি আরও জানান, এর বাইরেও ভারতের জন্য রয়েছে ‘পেনাল্টি’। তবে সে সময় এ ব্যাপারে ট্রাম্প বিস্তারিত বলেননি।

এবার সেই পেনাল্টি হিসেবে বাড়তি এই শুল্কের ঘোষণা এল। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, বুধবার এ সংক্রান্ত নির্বাহী আদেশে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এর আগে গত সপ্তাহে ২৫ শতাংশ ঘোষণার পর ভারতের কার্যক্রম ও জবাবের জেরে এবার নতুন এই ঘোষণা এল মার্কিন প্রশাসন থেকে।

তবে এবারের নির্বাহী আদেশে ৯টি ধারা রয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, এমন ঘোষণার বিভিন্ন দিক ও কারণ। এতে বলা আছে, রুশ পণ্য নিয়ে মার্কিন নীতি আসলে কী, বিশেষ করে তেল ও জ্বালানির ক্ষেত্রে। এমনকি ইউক্রেন যুদ্ধের কথাও উল্লেখ করা আছে তাতে।

নির্বাহী আদেশে ট্রাম্প উল্লেখ করেন, ‘নির্বাহী আদেশ ১৪০৬৬-এ বর্ণিত জাতীয় জরুরি অবস্থা মোকাবিলা করার জন্য আমি নির্ধারণ করছি যে, ভারতের পণ্য আমদানির ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা প্রয়োজনীয় ও উপযুক্ত। কেননা ভারত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাশিয়া থেকে তেল আমদানি করছে।’

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।