খিলগাঁও মসজিদ থেকে অস্ত্র উদ্ধারের ভাইরাল দাবি ভুয়া: প্রেস উইং
![]()
নিউজ ডেস্ক
রাজধানীর খিলগাঁও থানা থেকে জুলাই অভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্র সম্প্রতি স্থানীয় একটি মসজিদ থেকে উদ্ধার হয়েছে— এমন দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও সেটি ভুয়া বলে নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্ট-চেক।
রবিবার (১০ আগস্ট) প্রকাশিত ফ্যাক্ট-চেক প্রতিবেদনে জানানো হয়, আলোচিত ছবিগুলো সাম্প্রতিক নয়; সেগুলো ২০২৪ সালের ৭ আগস্টের ঘটনা। ওইদিন শেখ হাসিনার পদত্যাগের পর এলাকাবাসী খিলগাঁও ঈমানবাগ জামে মসজিদে লুট হওয়া অস্ত্র জমা দিয়ে সেনাবাহিনীর হাতে হস্তান্তর করে।
রিভার্স ইমেজ সার্চে দেখা যায়, ছবিগুলো প্রথম প্রকাশিত হয় ৭ আগস্ট ২০২৪-এ “তরুণ প্রজন্ম – Torun Projonmo” ফেসবুক পেজে। পোস্টে উল্লেখ ছিল— “খিলগাঁও থানা থেকে লুট হওয়া অস্ত্র জনতার সহযোগিতায় উদ্ধার করে প্রশাসনের কাছে পৌঁছে দিচ্ছেন ইমাম ও আলেমগণ।”
এছাড়া জাতীয় গণমাধ্যমের সংরক্ষিত প্রতিবেদনেও একই তথ্য পাওয়া গেছে। চ্যানেল টোয়েন্টিফোরের ২০২৪ সালের ৭ আগস্ট প্রকাশিত খবরে বলা হয়, ৫ আগস্ট ছাত্র-জনতা পুলিশের শতাধিক অস্ত্র দখল করেছিল, পরে ৭ আগস্ট সেগুলো সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। এলাকাবাসীর দাবি ছিল— সেদিন পুলিশ এসব অস্ত্র দিয়ে সাধারণ মানুষের ওপর গুলি চালাতে পারে— এই আশঙ্কায় অস্ত্রগুলো লুট করা হয়েছিল।
ফ্যাক্ট-চেকের উপসংহারে বলা হয়েছে, খিলগাঁও মসজিদ থেকে অস্ত্র উদ্ধারের সাম্প্রতিক দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।