মিয়ানমার সীমান্তে আবারো গোলাগুলির শব্দ, সতর্ক বিজিবি

মিয়ানমার সীমান্তে আবারো গোলাগুলির শব্দ, সতর্ক বিজিবি

মিয়ানমার সীমান্তে আবারো গোলাগুলির শব্দ, সতর্ক বিজিবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে আবারো গোলাগুলির শব্দ শোনা গেছে। রোববার (১০ আগস্ট) রাত ১০টার পর থেকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের শূন্যরেখা লাগোয়া গ্রামগুলোতে থেমে থেমে প্রচণ্ড গুলির শব্দ শুনতে পান স্থানীয়রা।

ওপারের তুমব্রুর নারিকেল বাগিচা এলাকায় বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির দুটি ক্যাম্প থাকায় ধারণা করা হচ্ছে, হঠাৎ কোনো বড় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

স্থানীয় বাসিন্দা মাহামুদুল হাসান জানান, “অনেক দিন পর আবারো গুলির আওয়াজ শুনলাম। দীর্ঘ সময় ধরে অবিরত গুলির শব্দ পাওয়া গেছে, কী ঘটছে তা বোঝা কঠিন।”

ঘটনার পর সীমান্ত এলাকায় টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম বলেন, “সম্ভবত আরকান আর্মির সঙ্গে আরসা বা আরএসওর সংঘর্ষে এ গোলাগুলি হয়েছে। তবে বাংলাদেশের ভেতরে কোনো গুলি আসেনি। বিজিবি সতর্ক অবস্থানে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।”

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তের ৩৪ থেকে ৩৫ নম্বর পিলারের মাঝামাঝি, শূন্যরেখা থেকে ৩০০–৩৩০ মিটার দূরে মিয়ানমারের ভেতরে এ গোলাগুলি হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ডিসেম্বরে মিয়ানমার-বাংলাদেশ সীমান্তের রাখাইন অংশের পুরো ২৭১ কিলোমিটার নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করে বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।