‘অগ্নি ৫’ ক্ষেপণাস্ত্র ছুড়ল ভারত, দেখা গেছে পার্বত্য চট্টগ্রামের আকাশেও

‘অগ্নি ৫’ ক্ষেপণাস্ত্র ছুড়ল ভারত, দেখা গেছে পার্বত্য চট্টগ্রামের আকাশেও

‘অগ্নি ৫’ ক্ষেপণাস্ত্র ছুড়ল ভারত, দেখা গেছে পার্বত্য চট্টগ্রামের আকাশেও
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

নিজেদের কৌশলগত সামরিক সক্ষমতা প্রদর্শনের জন্য ‘অগ্নি ৫’ নামের মাঝারি-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। গতকাল বুধবার (২০ আগস্ট) এ পরীক্ষা চালানো হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ওড়িশার চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে ক্ষেপণাস্ত্রটির পরীক্ষামূলক উৎক্ষেপণ সমস্ত অপারেশনাল এবং কারিগরি প্যারামিটার যাচাই করেছে।

মন্ত্রণালয়ের এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, ‘২০ আগস্ট ওড়িশার চাঁদিপুরে অবস্থিত সমন্বিত টেস্ট রেঞ্জ থেকে মাঝারি-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি ৫ সফলভাবে পরীক্ষা করা হয়েছে।’

এই ক্ষেপণাস্ত্র পরীক্ষাটি স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের তত্ত্বাবধানে পরিচালিত হয়েছে বলেও জানানো হয়েছে।

অন্যদিকে, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের আকাশ থেকেই ওই ক্ষেপনাস্ত্রের গতিবিধি লক্ষ্য করা গেছে। ইতোমধ্যে পার্বত্য চট্টগ্রামের বেশ কয়েকজন বাসিন্দা সাক্ষ্য দিয়েছেন, তারা এটিকে খুব কাছ থেকে বাংলাদেশের আকাশ ব্যবহার করে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যেতে দেখেছেন।

রাঙামাটির তিনজন প্রত্যক্ষদর্শীর মধ্যে একজন দেখেছেন রাঙামাটির নানিয়ারচর থেকে, আর দুই জন দেখেছেন জেলার রাজস্থলী থেকে। এদের মধ্যে একজন তার নিজ মোবাইলে একটি ভিডিও ক্লিপও ধারণ করেছেন।

এছাড়া, চট্টগ্রামের পতেঙ্গা ও বান্দরবান থেকেও বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী ‘অগ্নি ৫’ নামের মাঝারি-পাল্লার ওই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটির গতিবিধি লক্ষ্য করেছেন।

উল্লেখ্য, ফ্লোরিডার ট্যাম্পায় পাকিস্তানি বংশোদ্ভূতদের এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ভারতের সাথে ‘ভবিষ্যতের যুদ্ধে’ তার দেশ যদি অস্তিত্বের হুমকির সম্মুখীন হয় তবে পারমাণবিক হামলার হুমকি দেন।

এরপর পাকিস্তানের প্রধানমন্ত্রীসহ দেশটির বিভিন্ন পর্যায়ের নেতারা একই ধরনের কথা বলেন। পরবর্তীতে এসব মন্তব্যের কঠোর প্রতিক্রিয়া জানায় ভারত।

অনেক বিশ্লেষকের মতে, পাকিস্তানের হুমকির জবাব এবং নিজেদের সক্ষমতা প্রমাণের জন্যই অগ্নি ৫-এর পরীক্ষা চালিয়ে থাকতে পারে ভারত।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।