হবিগঞ্জে তেলবাহী লরি থেকে বিজিবির অভিযানে সোয়া এক কোটি টাকার চোরাইপণ্য জব্দ
 
                 
নিউজ ডেস্ক
হবিগঞ্জে অভিনব কৌশলে তেলবাহী লরির ভেতরে পাচারের চেষ্টা করা ভারতীয় বিপুল পরিমাণ চোরাইপণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য সোয়া এক কোটি টাকারও বেশি।
বিজিবি জানায়, মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে হবিগঞ্জ ব্যাটালিয়ন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সুনামগঞ্জ থেকে একটি তেলবাহী লরিতে করে ভারতীয় জিরা, ফেসওয়াশ, ত্বক ফর্সাকারী ক্রিম, ক্লোপ-জি ক্রিমসহ বিভিন্ন পণ্য পাচারের উদ্দেশ্যে দেশের অন্যান্য স্থানে নেওয়া হচ্ছে।
পরে বিজিবির একটি আভিযানিক দল ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নেয়। দুপুরের দিকে একটি সন্দেহজনক লরিকে থামানোর সংকেত দিলে চালক দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে লরিটি জব্দ করে তল্লাশি চালালে তেলের ট্যাংকির ভেতর লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও মসলা উদ্ধার করা হয়।
হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, “চোরাকারবারিরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে অভিনব কৌশল হিসেবে তেলের ট্যাংকার ব্যবহার করছিল। তবে বিজিবি সর্বদা সজাগ রয়েছে এবং যে কোনো ধরনের চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থানে থাকবে।”
তিনি আরও জানান, জব্দকৃত মালামাল যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
