‘জাতীয় মৎস্য সপ্তাহ–২০২৫’ কর্মসূচির উদ্বোধন করল বিজিবি

‘জাতীয় মৎস্য সপ্তাহ–২০২৫’ কর্মসূচির উদ্বোধন করল বিজিবি

‘জাতীয় মৎস্য সপ্তাহ–২০২৫’ কর্মসূচির উদ্বোধন করল বিজিবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

‘জাতীয় মৎস্য সপ্তাহ–২০২৫’ কর্মসূচির উদ্বোধন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের শহীদ ক্যাপ্টেন আশরাফ হল সংলগ্ন পুকুরে মাছের পোনা অবমুক্তের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

এবারের প্রতিপাদ্য— “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”—উল্লেখ করে বিজিবি মহাপরিচালক বলেন, “আমরা ঐতিহ্যগতভাবে মাছে ভাতে বাঙালি। দেশের মোট আমিষের চাহিদার প্রায় ৬০ শতাংশ আসে মাছ থেকে। অন্য যেকোনো প্রাণিজ আমিষের তুলনায় মাছ অধিক পুষ্টিগুণসমৃদ্ধ এবং স্বাস্থ্যের জন্য উপকারী।”

তিনি আরও বলেন, “শুধু পুষ্টির ঘাটতি পূরণ নয়, মাছ চাষ আয়বর্ধক কর্মসংস্থানেরও একটি গুরুত্বপূর্ণ উৎস। বিজিবির প্রতিটি স্থাপনার পুকুর-জলাশয় সংস্কার করে সেখানে মাছ চাষ করতে হবে।”

এ সময় মহাপরিচালক বিজিবির প্রতিটি সদস্যকে দেশের সব মহৎ কাজে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।